আগামী ১৮ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এবং বামহাতি পেসার মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট লিগ সিপিএলের অষ্টম সংস্করণ এবার ত্রিনিদাদে অনুষ্ঠিত হবে। ছয় দলের এ লিগটি প্রাথমিকভাবে দেশটির ৬টি দ্বীপে খেলার কথা ছিল।
সেদেশের সরকার আগামী ১৮ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর মধ্যে সিপিএলের সবগুলো ম্যাচ দর্শকহীন ত্রিনিদাদের দুটি ভেন্যুতে আয়োজনের অনুমতি দেয়।
বাংলাদেশ দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান তামিম ইকবাল ২০১৩ সালে সেন্ট লুসিয়া জুক্সের হয়ে লিগে প্রথম খেলেছিলেন। পরে, ২০১৭ সালে জামাইকা তালাওয়াহদের হয়ে সিপিএলে খেলেন মাহমুদউল্লাহ।
তবে, বামহাতি পেসার মুস্তাফিজুর রহমান এখনও সিপিএলে খেলেননি।