মাহমুদউল্লাহ রিয়াদ
বিপিএল-২০২২: একই দলে তামিম-মাশরাফি-রিয়াদ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল, সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও টি-২০ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে দলে নিয়েছে ঢাকা। তিনটি ভ্যেনুতে-ঢাকা, চট্টগ্রাম ও সিলেট-এবারের আসর ২১ জানুয়ারি থেকে শুরু হবে।
এবারের বিপিএলের আসরে ছয়টি দল খেলবে। এদের মধ্যে পাঁচটি দলকে স্থানীয় ব্যবসায়ী গোষ্ঠী পৃষ্ঠপোষকতা করেছে এবং আরেকটি দলকে, ঢাকা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পৃষ্ঠপোষকতা করছে।
সোমবার ঢাকার একটি হোটেলে প্লেয়ার ড্রাফটের শুরুতে বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানান, ঢাকা দল আপাতত বিসিবির মালিকানাধীন।
বিপিএলের এই মৌসুমে অন্য দলগুলো হচ্ছে- ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইগার্স ও সিলেট সানরাইজার্স।
আরও পড়ুন: ব্যাটিং পরামর্শক হিসেবে ফিরছেন জেমি সিডন্স
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ: ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
২ বছর আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ: আজ বাংলাদেশ-স্কটল্যান্ড মুখোমুখি
গ্রুপ পর্বের ম্যাচ দিয়ে আজ রবিবার থেকে ওমানে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ শুরু হতে যাচ্ছে। প্রথম দিন ওমানের আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় স্বাগতিক ওমান-পাপুয়া নিউগিনি এবং রাত ৮টায় বাংলাদেশ স্কটল্যান্ডের মুখোমুখি হবে।
দেশে গাজী টিভি (জিটিভি), টি স্পোর্টস এবং বিটিভি ম্যাচ সম্প্রচার করবে। এছাড়া রবিটহোল ইউটিউবের মাধ্যমেও দর্শকরা ম্যাচগুলো দেখতে পারবে।
প্রথম ম্যাচের আগে শনিবার বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ পাওয়ার হিটিংয়ের পরিবর্তে স্কিল ব্যাটিংয়ের দিকে বাংলাদেশ বেশি মনোযোগ দেবে বলে জানিয়েছেন।
মাসকাটে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা জানি অন্যান্য দলের মতো আমাদের পাওয়ার হিটিং ব্যাটার নেই, কিন্তু আমরা আমাদের স্কিল হিটিংয়ে আত্মবিশ্বাসী। বিশ্বকাপে এই দক্ষতার ওপর আমরা বেশি মনোযোগ দেব।’
সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের দুটি প্রস্তুতি ম্যাচ হেরেছে বাংলাদেশ। টাইগার অধিনায়ক মনে করেন এটি খেলোয়াড়দের আত্মবিশ্বাস নষ্ট করবে না।
সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিমের ফর্ম নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘মুশফিক একজন চ্যাম্পিয়ন ব্যাটার, সে যেকোনো মুহূর্তে ম্যাচ জয়ে ভূমিকা রাখতে পারে। একজন ক্রিকেটার হিসাবে যেকোনো সময় খারাপ সময়ের মধ্য দিয়ে যেতেই পারে এবং একই সময়ে আপনি যেকোনো মুহূর্তে ফর্মের ফিরতে পারেন। আমি বিশ্বাস করি মুশফিকের ফর্মে ফিরে আসার জন্য শুধু একটি ভালো ইনিংস দরকার। আমরা তাকে নিয়ে চিন্তা করছি না।’
পড়ুন: ক্রিকেটার মোশাররফ হোসেন আইসিইউতে
মুশফিকের পাশাপাশি সাকিব আল হাসানের ফর্মও বাংলাদেশের জন্য চিন্তার বিষয় হতে পারে।
এ নিয়ে রিয়াদ বলেন, ‘সাকিব আজ সকালে (শনিবার) দলে যোগ দিয়েছে। সে সুস্থ আছে। আইপিএল শেষ করে এসে কিছুটা ক্লান্ত, কিন্তু আমার বিশ্বাস সাকিব বিশ্বকাপের সবগুলো ম্যাচ খেলার জন্য ফিট থাকবে।’
বিশ্বকাপের প্রথম রাউন্ডের পরের ম্যাচে ১৯ ও ২১ অক্টোবর যথাক্রমে স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে বাংলাদেশ।
প্রথম ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, সৌম্য সরকার, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান।
পড়ুন: বাংলাদেশের টি-টুয়েন্টি বিশ্বকাপের জার্সি উন্মোচন
টি-২০ বিশ্বকাপ: থাকছেন রুবেল, ফিরছেন আমিনুল
৩ বছর আগে
অবশেষে জয়ের মুখ দেখল অস্ট্রেলিয়া
বাংলাদেশ সফরে এসে অবশেষে জয়ের মুখ দেখল ক্রিকেট অস্ট্রেলিয়া। টানা তিন ম্যাচ হারের পর শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে সফরকারীরা।
স্বাগতিকদের দেয়া ১০৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭ উইকেট হারিয়ে এক ওভার বাকি থাকতে জয়ের দেখা পায় অস্ট্রেলিয়া।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশর অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
তৃতীয় ম্যাচে ৫০ রান করা টাইগার অধিনায়ক রিয়াদ, সৌম্য সরকার এবং নুরুল হাসান সোহান আজ ব্যাট হাতে ব্যর্থ হন।
মাহমুদউল্লাহ ও সোহান দুজনই শূন্য রানে আউট হন। প্রথম তিন ম্যাচে যথাক্রমে ২, ০, এবং ২ করা সৌম্য আজ ৪ রান করেছেন।
প্রথম পাঁচ ব্যাটসম্যানের মধ্যে কেবল মোহাম্মদ নাঈম এবং সাকিব আল হাসানই দুই অঙ্কে পৌঁছতে পেরেছেন। নাইম ৩৬ বলে ২৮ এবং সাকিব ২৬ বলে ১৫ রান করেন।
শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১০৪ রান তুলে বাংলাদেশ।
লেগ স্পিনার মিচেল সোয়েপসন ১৩ রানে তিন উইকেট নেন।
টার্গেট তাড়া করতে নেমে দলীয় ৩ রানে অধিনায়ক ম্যাথু ওয়েডের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া।
এরপর দলকে চাপমুক্ত করতে চতুর্থ ওভারে সাকিব আল হাসানকে ৫টি ছক্কা হাঁকান ডেন ক্রিস্টিয়ান। কিন্তু দলীয় ৪৭ রান থেকে ৬৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে চাপে আবার চাপে পরে যায় সফরকারীরা। তবে অ্যাস্টন অ্যাগার ও অ্যাস্টন টার্নারের দায়িত্বশীল ব্যাটিংয়ে এক ওভার বাকি থাকতে জয়ের দেখা পায় অসিরা।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০ ওভারে ১০৪/৯ (মোহাম্মদ নাঈম ২৮, মেহেদি হাসান ২৩, আফিফ হোসেন ২০; মিচেল সোয়েপসন ৩/১২, অ্যান্ডু টাই ৩/১৮)।
অস্ট্রেলিয়া: ১৯ ওভারে ১০৫/৭ (ডেন ক্রিস্টিয়ান ৩৯, অ্যাস্টন অ্যাগর ২৭, অ্যাস্টন টার্নার ৯*; মোস্তাফিজ ২/৯, মেহেদি ২/১৭
ফল: অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী।
আরও পড়ুন: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম সিরিজ জয়
অস্ট্রেলিয়াকে আবার হারাল বাংলাদেশ
৩ বছর আগে
দ্বিতীয় টি-টোয়েন্টি: টসে জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া
বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার টস জিতে প্রথমে ব্যাট করছে অস্ট্রেলিয়া। দুই দলই একাদশ অপরিবর্তিত রেখেছে।
মঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচ বাংলাদেশ ২৩ রানে জয়লাভ করেছে। এটি ছিল অসিদের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয়।
বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ চার উইকেট নিয়ে টাইগারদের ঐতিহাসিক জয়ে অবদান রাখেন। এই সিরিজের আগে বাংলাদেশ টি-টুয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোট চারটি ম্যাচ খেলেছিল এবং সবগুলোতেই হেরেছে।
প্রথম ম্যাচে বাংলাদেশ মাত্র ১৩১ রান করে। এরপরও স্পিনারদের পারফরম্যান্সের উপর ভর করে ২৩ রানে জয় পায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া ১০ ওভারে দুই উইকেট হারিয়ে ৫২ রান তুলেছে।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।
অস্ট্রেলিয়া একাদশ: অ্যালেক্স ক্যারি, জশ ফিলিপে, মিচেল মার্শ, মোয়াসেস হেনরিকস, ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাস্টন টার্নার, অ্যাস্টন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই, জস হ্যাজেলউড ও অ্যাডাম জাম্পা।
আরও পড়ুন: চলতি মাসেই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি জয় টাইগারদের
মুশফিক ইস্যুতে অস্ট্রেলিয়ার সমালোচনায় ডমিঙ্গো
৩ বছর আগে
মাশরাফিকে ছাড়াই উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা
মাশরাফি বিন মর্তুজাকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য সোমবার প্রাথমিকভাবে ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৩ বছর আগে
এবারের সিপিএলে খেলবেন না তামিম, মাহমুদউল্লাহ, মুস্তাফিজ
আগামী ১৮ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এবং বামহাতি পেসার মুস্তাফিজুর রহমান।
৪ বছর আগে
পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে ক্রিকেটাররা
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল।
৪ বছর আগে