আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। আন্তর্জাতিক অঙ্গনে বাজে পারফরম্যান্সের কারণে জাতীয় দলের জায়গা হারানো ব্যাটসম্যান সাব্বির রহমান ও সৌম্য সরকারকে এই সফরে দলে রাখা হয়েছে।
সাব্বির শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১৯ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে এবং সৌম্য শেষ ম্যাচ খেলেছেন ২০২১ সালে দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
এখন দুই ব্যাটসম্যানই তাদের আন্তর্জাতিক ক্যারিয়ার পুনরুজ্জীবিত করার নতুন সুযোগ পাচ্ছেন। এ সফরে ভালো করতে পারলে তারা হয়তো আগামী বছরগুলোতে জাতীয় দলে ডাক পেতে পারেন।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজে জয়ের দেখা পেল বাংলাদেশ
এছাড়া মোহাম্মদ মিঠুন ও সাইফ হাসানও ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবেন। মিঠুন ও সাইফ দুজনেই শেষ বার জাতীয় দলে খেলার সময় ভালো করতে ব্যর্থ হন।
বাংলাদেশ ‘এ’ দল ৩১ জুলাই সেন্ট লুসিয়ায় পৌঁছাবে এবং তারা দুটি চারদিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। সবগুলো ম্যাচই হবে ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ডে।
প্রথম চারদিনের ম্যাচ শুরু হবে ৪ আগস্ট এবং দ্বিতীয়টি শুরু হবে ৭ আগস্ট। ওয়ানডে ম্যাচগুলো হবে ১৬, ১৮ ও ২০ আগস্ট।
আরও পড়ুন: তৃতীয় টি-টোয়েন্টিতে স্পিনে সুবিধা দেখছেন মাহমুদউল্লাহ
চারদিনের ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দল: সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন, ফজলে রাব্বি মাহমুদ, শাহাদাত হোসেন দিপু, জাকের আলী অনিক, নাঈম হাসান, তানভীর ইসলাম, খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ, মৃত্যুঞ্জয় চৌধুরী ও এনামুল হক।
ওয়ানডে ম্যাচের জন্য বাংলাদেশ 'এ' দল: সৌম্য সরকার, সাইফ হাসান, মোহাম্মদ নাঈম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাহাদাত হোসেন দিপু, জাকের আলী অনিক, সাব্বির রহমান, নাঈম হাসান, রকিবুল হাসান, রেজাউর রহমান রাজা, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।