কোচ নিয়ে অবশেষে দুশ্চিন্তা কাটল বায়ার্ন মিউনিখের। একজন যোগ্য কোচের অনুসন্ধানে অসংখ্য দুয়ারে টোকা দিয়ে অবশেষে ভিনসেন্ট কোম্পানির দরজা খুলতে পেরেছে জার্মানির ক্লাবটি।
বুধবার (২৯ মে) বায়ার্ন মিউনিখের সঙ্গে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ম্যানচেস্টার সিটির এই সাবেক মিডফিল্ডার।
ক্লাবের ওয়েবসাইটে কোম্পানির নিয়োগের বিষয়টি নিশ্চিত করে বায়ার্নের প্রধান নির্বাহী (সিইও) ইয়ান-ক্রিস্টিয়ান ড্রিজেন বলেন, ‘ক্লাবের সবাই একমত যে, ভিনসেন্ট কোম্পানিই আমাদের কোচ হিসেবে সঠিক ব্যক্তি। তার সঙ্গে আমরা কাজ করতে চাই।’
এদিকে বায়ার্নের মতো বড় ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেও উচ্ছ্বসিত কোম্পানি। ৩৮ বছর বয়সী এ বেলজিয়ান বলেন, ‘বায়ার্নের চ্যালেঞ্জ নিতে আমি মুখিয়ে আছি। আন্তর্জাতিক ফুটবলে বায়ার্ন একটি প্রতিষ্ঠান। তাই এই ক্লাবটির সঙ্গে কাজ করা হবে সম্মানের।
আরও পড়ুন: কোম্পানিকে কোচ হিসেবে চায় বায়ার্ন
‘একজন কোচ হিসেবে আগে বুঝতে হবে ব্যক্তি হিসেবে আপনি কেমন। আমি বল দখলের খেলা পছন্দ করি, আমাদের সৃজনশীল ও একইসঙ্গে আক্রমণাত্মক হয়ে মাঠে সাহসিকতার সঙ্গে খেলতে হবে।
‘ফুটবলের গোড়ার দিকটাতেই আমি শুরুতে নজর দেব। সেটি হচ্ছে- খেলোয়াড়দের সঙ্গে কাজ করা, একটি দল গঠন করা। ভিত্তি তৈরি হয়ে গেলে সাফল্য এমনিতেই আসবে।’