জুনের মাঝামাঝিতে আক্রান্ত হওয়ার পর করোনা থেকে সেরে উঠেছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু এবং তার বাবা-মা।
বুধবার নাজমুল ইসলাম গণমাধ্যমেকে বলেন, ‘আমরা পরশুদিন নমুনা পরীক্ষা করেছি এবং ফল পেয়েছি। আমরা সবাই এখন এই ভাইরাস থেকে মুক্তি পেয়েছি।’
‘আক্রান্ত হওয়ার পর আমি হতাশ হয়ে পড়েছিলাম কারণ আমার কী করা উচিত বা কী করা উচিত নয় তা সম্পর্কে কোনো ধারণা ছিল না। তাই এই ভাইরাস থেকে মুক্ত হওয়ার আনন্দ অনেক বেশি। আমি শুধু ভাষায় এটি প্রকাশ করতে পারব না,’ যোগ করেন তিনি।
নাজমুলের বাবা হৃদরোগজনিত রোগে ভুগছেন। এটি নাজমুলের পরিবারের প্রধান উদ্বেগ ছিল।
এর আগে নাজমুল বলেন, ‘আমার বাবা হৃদরোগে ভুগছেন। তাই আমরা তাকে নিয়ে খুব চিন্তিত। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’
নাজমুল ছাড়াও বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, সাবেক ওপেনার নাফিস ইকবালও করোনায় আক্রান্ত হয়েছেন। তারা বাসায় চিকিৎসা নিচ্ছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, মাশরাফি এবং নাফিস দুজনেই সুস্থ আছেন।