বাংলাদেশের দেওয়া ২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটে জয়ী হয়েছে কিউইরা।
ফলে তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে স্বাগতিকেরা।
আরও পড়ুন: অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ: আশিকুরের অসাধারণ সেঞ্চুরিতে প্রথমবারের মতো শিরোপা জিতল বাংলাদেশ
হেনরি নিকোলস (৯৫) ও উইল ইয়ংয়ের (৮৯) হাফ সেঞ্চুরিতে ভর করে সহজ জয় পেয়েছে নিউ জিল্যান্ড।
সৌম্য সরকার বাংলাদেশের হয়ে তার ক্যারিয়ারসেরা ১৬৯ রানের ইনিংস খেলেছেন। একইসঙ্গে যা নিউ জিল্যান্ডের মাটিতে কোনো এশিয়ান ব্যাটসম্যানের করা সর্বোচ্চ ওয়ানডে স্কোর।
তবে বাকি ব্যাটিং লাইনআপে কেউ উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেনি।
আরও পড়ুন: নিউ জিল্যান্ডের বিপক্ষে ১৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে সৌম্যর ‘পুনর্জন্ম’
সৌম্য ও মুশফিকুর রহিমের ৪৫ রান ছাড়া মিডল অর্ডার ধসে পড়ে।
উইলিয়াম ও'রুর্কে ও জ্যাকব ডাফি তিনটি করে উইকেট নিয়ে নিউ জিল্যান্ডের পক্ষে দুর্দান্ত বোলিং করেন।
জবাবে ব্যাট করতে নেমে সহজ জয় পায় কিউইরা।
ঐতিহাসিকভাবে ব্যাটসম্যানবান্ধব মাঠটির উইকেট থেকে বাংলাদেশি বোলাররা তেমন একটা সহায়তা পায়নি।
নবাগত লেগ স্পিনার রিয়াশাদ হোসেন কোনো উইকেট নিতে পারেননি।
আরও পড়ুন: আইপিএল-২০২৪: মুস্তাফিজকে দলে ভেড়াল চেন্নাই সুপার কিংস
হাছান মাহমুদ এই ম্যাচে দুই উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার হলেও তিনি ৭ ওভারে ৫৭ রান দিয়েছেন।
বাংলাদেশ বনাম নিউ জিল্যান্ড ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি হবে ২৩ ডিসেম্বর এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ ডিসেম্বর।
আরও পড়ুন: বিজয় দিবস হ্যান্ডবল: বাংলাদেশ আনসার ও ভিডিপি দল বিজয়ী