চট্টগ্রাম, ২৩ নভেম্বর (ইউএনবি)- চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩২৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সাকিব আল হাসানের ঘূর্ণি আঘাতে ৩১ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে সফররত ক্যারিবিয়রা।
শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, ৮ উইকেটে ৩১৫ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে বাংলাদেশ। ক্রিজে নামেন আগের দিন অপরাজিত থাকা নাঈম হাসান ও তাইজুল ইসলাম।
কিন্তু চার বলের মধ্যে নাঈম হাসান ও মুস্তাফিজুর রহমানকে আউট করে বাংলাদেশের প্রথম ইনিংসের সমাপ্তি টানেন ওয়েস্ট ইন্ডিজের জোমেল ওয়ারিক্যান।
৩৯ রানে অপরাজিত থাকেন তাইজুল ইসলাম।
মুমিনুল হকের ১২০ রান, ইমরুল কায়েসের ৪৪ রান এবং নবম উইকেট নাঈম-তাইজুলের ৬৫ রানের জুটিতে প্রথম ইনিংসে ৩২৪ রানের স্কোর গড়ে স্বাগতিকরা।