প্রথম দিনে স্বাগতিক দলের বেশির ভাগ ব্যাটসম্যান ভালো শুরু করতে পারলেও ইনিংসগুলো বড় করতে পারেননি। বাংলাদেশের একমাত্র ফিফটি এসেছে সাদমান ইসলামের ব্যাট থেকে। এই ওপেনার ১৪ মাস পর টেস্ট খেলতে নেমে দৃঢ়তাপূর্ণ ব্যাটিং উপহার দেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটিংয়ে বাংলাদেশ
দিনের খেলা শেষে গণমাধ্যমকে সাদমান বলেন, ‘আমি আমার পরিকল্পনায় অবিচল থাকার চেষ্টা করেছি, আমি মনে করি আমরা বড় একটি সংগ্রহ দাঁড় করাতে পারব। এর জন্য আমাদের কয়েকটি বড় জুটি দরকার। সাকিব ও লিটন দুর্দান্ত ব্যাটিং করছেন।’
এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তামিম ইকবাল ইনিংসের শুরুতে কেমার রোচের বলে আউট হওয়ায় শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক ৯ রান করে আউট হন।
বিসিবিতে নতুন ভূমিকায় আসতে যাচ্ছেন শাহরিয়ার নাফীস
সাদমান ও নাজমুল হোসেন একটি ভালো জুটি গড়ে তুললেও দৃষ্টিকটু এক রান আউটে নাজমুল বিদায় নেন। তার সংগ্রহ ছিল ২৫।
প্রথম সেশনে দুই উইকেট হারিয়ে বাংলাদেশের রান ছিল ৬৯। দ্বিতীয় সেশনে আরও দুই উইকেট হারায়। এ সময় মুমিনুল হক (২৫) এবং সাদমান ইসলাম (৫৯) জমেল ওয়ারিকানের শিকার হন। এই বাঁহাতি স্পিনার দিনের শেষ সেশনে মুশফিকুর রহিমকেও ৩৮ রানে আউট করেন।
ষষ্ঠ উইকেটে সাকিব-লিটনের জুটি এখন অবিচ্ছিন্ন আছে ৪৯ রানে। দুজনের রান যথাক্রমে ৩৯ ও ৩৪।
টেস্ট দলে যুক্ত হলেন হাসান মাহমুদ
ওয়েস্ট ইন্ডিজের হয়ে জমেল ২৪ ওভারে ৫৮ রান দিয়ে তিনটি ও রোচ একটি উইকেট শিকার করেন।
দীর্ঘদিন পর আইসিসির নিষেধাজ্ঞা শেষে টেস্ট ক্রিকেটে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
টেস্ট সিরিজের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে স্বাগতিক বাংলাদেশ। তিন খেলার কোনোটিতেই টাইগারদের সামনে দাঁড়াতেই পারেনি সফরকারীরা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের টেস্ট দল ঘোষণা
প্রথম দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ৯০ ওভারে ২৪২/৫ (সাদমান ৫৯, সাকিব ৩৯*, মুশফিকুর ৩৮), জমেল ৩/৫৮, রোচ ১/৪৪।