ওয়ানডে সিরিজে দুর্দান্ত করা পেস বোলার হাসান মাহমুদকে দলে রাখা হয়েছে।
প্রথম টেস্ট চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩ ফেব্রুয়ারি শুরু হবে। দুদলের মধ্যকার শেষ টেস্ট ১১ ফেব্রুয়ারি মিরপুরে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: রাজ্জাকের বাম হাতের ভেলকি দেখেছে সবাই, এবার দেখবে মস্তিষ্কের: মাশরাফি
এটা এক বড় চ্যালেঞ্জ, বললেন নতুন নির্বাচক রাজ্জাক
বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল খান, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, সাইফ হাসান, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহি, এবাদত হোসেন ও হাসান মাহমুদ।
এর আগে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে সফরকারীদের তিন ম্যাচেই স্বল্প রানে আটকে ফেলে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ। যার প্রতিদান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে বোলারদের তালিকায় সেরা দশে জায়গা করে নেন টাইগারদের দুই বোলার।
আইসিসির সর্বশেষ তথ্য অনুযায়ী, তালিকায় চার নম্বরে জায়গা করে নেন ৬৯৪ রেটিং পাওয়া অফস্পিনার মেহেদী হাসান মিরাজ। এর আগে তিনি ছিলেন ১৩ নম্বরে। আর ৬৫৮ রেটিং নিয়ে র্যাংকিংয়ে আট নম্বরে উঠে আসেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। সেই সাথে সাকিব আল হাসান ১৫ ধাপ এগিয়ে ৪২০ পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ে চলে আসেন ১৩ নম্বরে।
আরও পড়ুন: আইসিসি র্যাংকিংয়ে সেরা দশে মিরাজ, মোস্তাফিজ
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেই সিরিজ জিতল বাংলাদেশ
সিলেটে আরেকটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন
করোনাভাইরাস মহামারির কারণে প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামা বাংলাদেশ ২০ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সহজ জয় দিয়ে ঘরের মাঠের সিরিজে শুভ সূচনা করে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ক্যারিবিয়দের দেয়া ১২৩ রানের মামুলি লক্ষ্যমাত্রা ছয় উইকেট হাতে রেখেই ছুঁয়ে ফেলে টাইগাররা। খরচ করে ৩৩.৫ ওভার।
একই মাঠে ২২ জানুয়ারি দ্বিতীয় ওয়ানডেতে সাত উইকেটে জিতে সিরিজ জিতে নেয় স্বাগতিকরা। অধিনায়ক তামিম ইকবালের ফিফটি এবং সাকিব আল হাসানের অপরাজিত ৪৩ রানে ৩৩.২ ওভারে প্রয়োজনীয় ১৪৯ রান তুলে নেয় টাইগাররা। তার আগে ক্যারিবিয় ব্যাটসম্যানরা মিরাজ ও সাবিকদের স্পিন এবং মোস্তাফিজ ও হাসান মাহমুদের পেস তোপে ৪৩.৪ ওভারে ১৪৮ রানে গুটিয়ে যায়।
তৃতীয় ম্যাচে ২৫ জানুয়ারি বড় ব্যবধানে জয়ের মাধ্যমে সফরকারীদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। চট্টগ্রামে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২৯৭ রান সংগ্রহ করে স্বাগতিকরা। জবাব দিতে নেমে মাত্র ১৭৭ রানেই গুটিয়ে যায় ক্যারিবিয়দের ইনিংস।