বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে খেলা সাকিব আল হাসানের অব্যাহত চোখের সমস্যার কারণে চিকিৎসা পরামর্শের জন্য আজ রবিবার (২১ জানুয়ারি) সিঙ্গাপুর যাওয়ার কথা রয়েছে।
শুক্রবার বিপিএল শুরুর আগে চোখের জন্য চিকিৎসকের পরামর্শ নিয়ে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন সাকিব। সিঙ্গাপুরে যাওয়ার বিষয়টি থেকে সহজেই অনুমান করা যায়, সাকিবের চোখের সমস্যা অব্যাহত রয়েছে।
বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস নিশ্চিত করেন, সাকিব ডাক্তার দেখাতে সিঙ্গাপুর যাচ্ছেন।
শনিবার তিনি বলেন, হ্যাঁ, তিনি আগামীকাল সিঙ্গাপুর যাচ্ছেন। বিপিএলে খেলা চালিয়ে যেতে পারবেন কি না তা নির্ভর করছে চিকিৎসকদের পরামর্শের ওপর। তাদের পরামর্শ মেনে চলতে হবে। বিপিএল মিস করবে সাকিবকে।
আরও পড়ুন: বিপিএল ২০২৪: রংপুরকে হারিয়ে বরিশালের জয়
গত বছরের শেষ দিকে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের সময় থেকেই চোখের সমস্যায় ভুগছেন সাকিব। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি চোখ সংক্রান্ত সমস্যার কারণে পারফর্ম করতে যে অসুবিধার সম্মুখীন হন তা প্রকাশ করেন।
তারপরও শনিবার রাইডার্সের হয়ে ফরচুন বরিশালের বিপক্ষে দুই উইকেট নেন সাকিব।
শনিবার এক সংবাদ সম্মেলনে বিপিএলে সাকিবের অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন, ‘সাকিব ভাই আমাদের দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় তিনি চোখের সমস্যা থেকে স্ট্রাগল করছেন শেষ কিছুদিন ধরে। ডাক্তাররা ভালো বলতে পারবে কোন পরিস্থিতিতে আছেন তিনি।’