প্রথমবারের মতো বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
শনিবার রাজধানীর এক হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন তার স্ত্রী।
মিরাজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে জানান, ‘আলহামদুলিল্লাহ, আনন্দের সাথে জানাচ্ছি, আজ আনুমানিক সকাল ১০টার সময় আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। আমার প্রথম সন্তানের জন্য সবাই দোয়া করবেন।’
স্ত্রীকে সময় দেয়ার জন্য বাংলাদেশ জাতীয় দলের চলমান ক্যাম্প থেকে কয়েকদিনের ছুটি নিয়েছেন মেহেদী।
তবে, রবিবার মিরপুরের শেরে-বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া বিসিবির প্রেসিডেন্ট কাপে খেলবেন তিনি।
এখনও পর্য়ন্ত ২২ টেস্ট, ৪১ ওয়ানডে এবং ১৩ টি টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে খেলেছেন মিরাজ। বয়স-ভিত্তিক ক্রিকেটে একজন ব্যাটসম্যান হিসেবে খেলতেন তিনি।
আন্তর্জাতিক পরিসরে এসে বোলার হিসেবেও ভালো করেন তিনি। ২০১৬ সালে টেস্ট ম্যাচে প্রথমবারের মতো ইংল্যান্ডকে হারানোর ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মিরাজের।