জিম্বাবুয়ের ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ সফরের সূচিতে সংশোধনী ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশে ২৭ দিনের সফরে ঢাকা ও সিলেটে একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং দুটি টি২০ ম্যাচ খেলবে সফরকারীরা।
জিম্বাবুয়ে ক্রিকেট দল ১৫ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছাবে এবং ১৮ থেকে ১৯ ফেব্রুয়ারির সাভারে বিকেএসপি মাঠে বিসিবি একাদশের বিরুদ্ধে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে।
রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের বিরুদ্ধে জিম্বাবুয়ের একমাত্র টেস্ট ম্যাচটি হবে ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি।
সফরকারীরা তিনটি দিন-রাতের ওয়ানডে ম্যাচ খেলবে যথাক্রমে ১, ৩ ও ৬ মার্চ। ম্যাচগুলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এছাড়া, সফরকারীরা ১২ মার্চ ঢাকা ছাড়ার আগে ৯ ও ১১ মার্চ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুটি টি২০ ম্যাচ খেলবে।