ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে শুক্রবার সেন্ট লুসিয়ায় টসে হেরে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ।
আট বছর পর টেস্ট একাদশে ফিরলেন এনামুল হক বিজয়। ২০১৪ সালে একই ভেন্যুতে তিনি তার শেষ টেস্ট খেলেছিলেন।
তবে ব্যাট হাতে দীর্ঘ সময় ধরে ব্যার্থ হওয়া বাংলাদেশ দলের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক এই ম্যাচে বাদ পড়েছেন। এছাড়া বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে পেসার শরিফুল ইসলামকে।
অ্যান্টিগায় প্রথম টেস্টে সাত উইকেটে হেরে এই ম্যাচ জিতে সিরিজ ড্র করতে মুখিয়ে আছে টাইগাররা।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে গেলেন সাইফুদ্দিন
বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন আসলেও ওয়েস্ট ইন্ডিজ শুধু গুদাকেশ মতিকে বাদ দিয়ে অ্যান্ডারসন ফিলিপকে দলে অন্তর্ভুক্ত করেছে।
এই সিরিজটি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, এনামুল হক, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান,মেহেদি হাসান, খালেদ আহমেদ, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, রেমন রেইফার, এনক্রুমাহ বোনার, জার্মেইন ব্ল্যাকউড, কাইল মায়ার্স, জোশুয়া দা সিলভা, আলজারি জোসেফ, কেমার রোচ, জেডেন সিলস ও অ্যান্ডারসন ফিলিপ।