আগামী ২৪ সেপ্টেম্বর ঢাকার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।
শনিবার লীগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ফিল্ডিং করার সময় হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন স্পিনার রশিদ খান। পরবর্তীতে মাঠের বাইরে চলে যান তিনি।
ইনজুরি নিয়েই মাঠে নেমে বল হাতে ২ উইকেট তুলে নেন তিনি।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আফগান দলের ম্যানেজার নাজিম জার আব্দুর রহিম জাই সাংবাদিকদের জানান, ইনজুরির কারণে ফাইনালে রশিদ নাও থাকতে পারেন।
তিনি বলেন, ‘রশিদ আমাদের অধিনায়ক ও মূল খেলোয়াড়। আমরা তাকে দেখেশুনে রাখবো। ফাইনালের আগে এখনো ২/৩ দিন রয়েছে। দেখা যাক কী হয়।’
প্রসঙ্গত, ত্রিদেশীয় টি-২০ সিরিজের লীগ পর্বে ৯০টি বল করে মাত্র ১০৮ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন রশিদ খান। ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠিত একমাত্র টেস্টে আফগানদের জয়ে তার বড় অবদান ছিল।