ইডেন পার্কে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০৩ রানের জবাবে ১ ওভার হাতে রেখেই ৪ উইকেট হারিয়ে ২০৪ রান করে ভারত।
বড় লক্ষ্য তাড়া করতে নামা ভারতের শুরুটা ভালো হয়নি। দলীয় ১৬ রানেই সাজঘরে ফেরেন রোহিত শর্মা (৭)। তবে দ্বিতীয় উইকেট জুটিতে বিরাট কোহলি এবং লোকেশ রাহুল করেন ৯৯ রান। ১০ ওভারে দলীয় স্কোর যখন ১১৫ তখন আউট হন লোকেশ (২৭ বলে ৩টি ছক্কা ও ৪টি চারে ৫৬ রান)।
দ্রুতই সাজঘরে ফেরেন কোহলি (৩২ বলে ৪৫ রান) ও শিভাম দুবে (১৩)। তবে ভারতকে জয় এনে দেন বিস্ফোরক ব্যাটিং করা শ্রেয়াশ আয়ার (৫৮*)। ২৯ বলে খেলা তার ইনিংসটি ৩টি ছক্কা ও ৫টি চারে সাজানো। এছাড়া মানিশ পান্ডে করেন ১২ বলে ১৪* রান।
কিউইদের পক্ষে ইশ সৌদি ২টি এবং মিচেল স্যান্টনার ও টিকেনার ১টি করে উইকেট লাভ করেন।
টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে নিউজিল্যান্ড। ওপেনিং জুটিতে ৭.৫ ওভারে আসে ৮০ রান। ১৯ বলে ৩০ রান করে ফিরে যান মার্টিন গাপটিল। ১টি ছয় ও ৪টি চার ছিল তার ইনিংসে। দলীয় স্কোর যখন ১১.৫ ওভারে ১১৬ রান তখন আউট হন কলিন মানরো (৫৯)। ৪২ বলে খেলা তার ইনিংসটিতে ছিল ২টি ছয় ও ৬টি চারের মার।
ব্যাট হাতে ব্যর্থ হন কলিন ডি গ্রান্ডহোম (০)। তবে আক্রমণাত্মক ছিলেন কেন উইলিয়ামসন এবং রস টেইলর। উইলিয়ামসন ২৬ বলে ৪টি ছক্কা ও সমান চারে ৫১ রান করে সাজঘরে ফেরেন। তবে টেইলর ২৭ বলে ৩টি ছক্কা ও সমান চারে ৫৪ রানে অপরাজিত থাকেন।