ডারবান টেস্টের দ্বিতীয় ইনিংসে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ২০৪ রানে অলআউট করেছে বাংলাদেশ। এ টেস্ট জিততে বাংলাদেশের প্রয়োজন ২৭৪ রান।
বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ তিনটি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান ও ইবাদত হোসেন। এছাড়া তাসকিন আহমেদ নিয়েছেন দুটি উইকেট।
দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেছেন ডিন এলগার। এছাড়া রায়ান রিকেল্টন ৩৯ রান এবং কিগান পিটারসন করেছেন ৩৬ রান।
আরও পড়ুন: ডারবান টেস্ট: শেষ বিকেলে হারমারে চুরমার বাংলাদেশের টপ অর্ডার
এদিকে প্রোটিয়াদের দেয়া ২৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে ১১ রান সংগ্রহ করে চতুর্থ দিনের খেলা শেষ করে বাংলাদেশ। এক বলে শূন্য রান নিয়ে মুশফিকুর রহিম ও ২০ বলে ৫ রান নিয়ে নাজমুল হাসান শান্ত উইকেটে রয়েছেন।
এর আগে প্রথম ইনিংসে সব ক’টি উইকেট হারিয়ে ৩৬৭ রান তুলে দক্ষিণ আফ্রিকা।
প্রথম ইনিংসে প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৯৩ রান করেন টেম্বা বাভুমা। এছাড়া ডিন এলগার ৬৭ রান, সরেল এরউই ৪১ রান ও সাইমন হার্মার ৩৮ রান করেন।
বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ চারটি উইকেট নেন খালেদ আহমেদ। এছাড়া মেহেদী হাসান তিনটি ও ইবাদত হোসেন দুটি উইকেট নেন।
আরও পড়ুন: টস জিতে প্রোটিয়াদের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ, নেই তামিম
জবাবে ব্যাট করতে নেমে মাহমুদুল হাসান জয়ের শতকে ভর করে সব ক’টি উইকেট হারিয়ে ২৯৮ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।
টাইগারদের হয়ে সর্বোচ্চ ১৩৭ রান করেন জয়। এছাড়া লিটন দাস ৪১ রান এবং নাজমুল হাসান শান্ত করেন ৩৮ রান।
প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন সাইমন হার্মার। এছাড়া লিজাদ উইলিয়ামস নেন তিনটি উইকেট।