ডারবান টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে মাত্র ৫৩ রানে অলআউট করে ২২০ রানের বড় জয় পেয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ২৬ রান করেন নাজমুল হাসান শান্ত। এছাড়া তাসকিন করেন ১৪ রান। বাংলাদেশি আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ সাত উইকেট নিয়েছেন কেশব মহারাজ। তিনি ৩২ রান দিয়ে এ উইকেট নেন। এছাড়া ২১ রান দিয়ে সাইমন হার্মার নিয়েছেন তিনটি উইকেট।
এর আগে ডারবান টেস্টের দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের ২০৪ রানে অলআউট করে টাইগাররা। এর ফলে ম্যাচ জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ২৭৪ রান।
আরও পড়ুন: ডারবান টেস্ট: দ্বিতীয় ইনিংসে ২০৪ রানে অলআউট দ. আফ্রিকা
বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ তিনটি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান ও ইবাদত হোসেন। এছাড়া তাসকিন আহমেদ নিয়েছেন দুটি উইকেট।
দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন ডিন এলগার। এছাড়া রায়ান রিকেল্টন ৩৯ রান এবং কিগান পিটারসন করেন ৩৬ রান।
এর আগে প্রথম ইনিংসে সব ক’টি উইকেট হারিয়ে ৩৬৭ রান তুলে দক্ষিণ আফ্রিকা।
প্রথম ইনিংসে প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৯৩ রান করেন টেম্বা বাভুমা। এছাড়া ডিন এলগার ৬৭ রান, সরেল এরউই ৪১ রান ও সাইমন হার্মার ৩৮ রান করেন।
বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ চারটি উইকেট নেন খালেদ আহমেদ। এছাড়া মেহেদী হাসান তিনটি ও ইবাদত হোসেন দুটি উইকেট নেন।
আরও পড়ুন: ডারবান টেস্ট: শেষ বিকেলে হারমারে চুরমার বাংলাদেশের টপ অর্ডার
জবাবে ব্যাট করতে নেমে মাহমুদুল হাসান জয়ের শতকে ভর করে সব ক’টি উইকেট হারিয়ে ২৯৮ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।
টাইগারদের হয়ে সর্বোচ্চ ১৩৭ রান করেন জয়। এছাড়া লিটন দাস ৪১ রান এবং নাজমুল হাসান শান্ত করেন ৩৮ রান।
প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন সাইমন হার্মার। এছাড়া লিজাদ উইলিয়ামস নেন তিনটি উইকেট।