নিউ জিল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
সিলেট টেস্টের লাইনআপ ধরে রেখে এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
প্রথম টেস্টে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন শান্তর দ্বিতীয় ইনিংসের সেঞ্চুরিতে ১৫০ রানের জয় নিশ্চিত করে বাংলাদেশ।
তাইজুল ইসলামও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন এবং ম্যাচে ১০ উইকেট নেন।
আরও পড়ুন: সিলেট টেস্ট: নিউ জিল্যান্ডকে ৩৩২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ
এই ম্যাচের জন্য নি উজিল্যান্ড ইশ সোধিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং মিচেল স্যান্টনারকে একাদশে অন্তর্ভুক্ত করেছে।
বাংলাদেশ একাদশ
মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, নুরুল হাসান (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম
নিউ জিল্যান্ড একাদশ
টম লাথাম, ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারল মিচেল, মিচেল স্যান্টনার, টম ব্লান্ডেল (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, কােইল জেমিসন, টিম সাউদি (অধিনায়ক), এজাজ প্যাটেল
আরও পড়ুন: বাংলাদেশের ক্রিকেটে নতুন যুগের সূচনা
ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়