দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন মঙ্গলবার অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ২০০ রানে থামিয়ে দেয়া ভারত ১৫.৫ ওভারে তাদের ৭০ রানের ছোট লক্ষ্যে পৌঁছে যায় দুই উইকেট হারিয়ে।
ভারতের লজ্জার রেকর্ড: মাত্র ৩৬ রানে অলআউট
১৩১ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ৬ উইকেটে ১৩৩ রান সংগ্রহের মাধ্যমে ভারতের চেয়ে মাত্র ২ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন শেষ করে স্বাগতিকরা।
টেস্টের চতুর্থ দিন অস্ট্রেলিয়ার বাকি ব্যাটসম্যানরা প্রাণপণ চেষ্টা করলেও ভারতীয় বোলারদের সামনে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেননি।
জয়ের জন্য ৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মায়াঙ্ক আগারওয়াল আর চেতেশ্বর পূজারা দলীয় ১৯ রানের মাথায় সাজঘরে ফিরে গেলেও, ৫১ রানের জুটি গড়ে ৮ উইকেটে ভারতের জয় নিশ্চিত করেছেন দলটির ভারপ্রাপ্ত অধিনায়ক অজিঙ্কা রাহানে এবং শুভমন গিল।
ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও সর্বোচ্চ রানের রেকর্ড অস্ট্রেলিয়ার
এর মধ্য দিয়ে চার ম্যাচের টেস্ট সিরিজে সমতায় ফিরল ভারত।
এদিকে প্রথম ইনিংসে ১১২ এবং দ্বিতীয় ইনিংসে ২৭ রানে অপরাজিত থেকে ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন রাহানে।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ১৯৫
ভারত প্রথম ইনিংস: ৩২৬
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ১০৩.১ ওভারে ২০০ (আগের দিন ১৩৩/৬) (বুমরাহ ২৭-৬-৫৪-২, উমেশ ৩.৩-০-৫-১, সিরাজ ২১.৩-৪-৩৭-৩, অশ্বিন ৩৭.১-৬-৭১-২, জাদেজা ১৪-৫-২৮-২)।
ভারত দ্বিতীয় ইনিংস: ১৫.৫ ওভারে ৭০/২ (স্টার্ক ৪-০-২০-১, কামিন্স ৫-০-২২-১, হেইজেলউড ৩-১-১৪-০, লায়ন ২.৫-০-৫-০, লাবুশেন ১-০-৯-০; মায়াঙ্ক ৫, পুজারা ৩, রাহানে ২৭*, গিল ৩৫*)
আরও পড়ুন: কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব হৃদরোগে আক্রান্ত