আইসিসি দশক সেরা টেস্ট এবং টি-টোয়েন্টি দলও ঘোষণা করেছে, তবে এই দলে কোনো বাংলাদেশি সদস্য নেই।
টি-টোয়েন্টিতে ৫ হাজার রানের মাইলফলকে সাকিব
ওয়ানডে দলে ভারতের তিন সদস্য হলেন- রোহিত শর্মা, বিরাট কোহলি এবং এমএস ধোনি, অস্ট্রেলিয়ার দুই সদস্য হলেন- ডেভিড ওয়ার্নার এবং মিচেল স্টার্ক, দক্ষিণ আফ্রিকার- এবি ডি ভিলিয়ার্স এবং ইমরান তাহির এবং ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও বাংলাদেশ থেকে রয়েছেন যথাক্রমে বেন স্টোকস, ট্রেন্ট বোল্ট, লাসিথ মালিঙ্গা এবং সাকিব আল হাসান।
ওয়ানডে ক্রিকেট ফরম্যাটে গত ১০ বছরে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদের নিয়েই মূলত এই একাদশ তৈরি করেছে আইসিসি মনোনিত বিশেষজ্ঞ প্যানেল। খেলোয়াড় বিবেচনার জন্য আমলে নেয়া হয়েছে তাদের ২০১১ সালের ১ জানুয়ারি থেকে ২০২০ সালের ৭ অক্টোবর পর্যন্ত পারফরম্যান্স।
সাকিবকে বিগ ব্যাশে নিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার আপত্তি
এই সময়ের মধ্যে সাকিব ৯৬ ইনিংসে করেছেন ৩৪৮৯ রান এবং ১০২ ইনিংসে শিকার করেছেন ১৩১ উইকেট, যা সন্দেহাতীতভাবে ওয়ানডে ক্রিকেটের সেরা অলরাউন্ড পারফরম্যান্স।
একই সময়ে মোট ৩৫ জন বোলার ১০০টির বেশি উইকেট পেলেও, সাকিবের মতো রান করতে পারেননি কেউ। সাকিবের পরে তালিকার দ্বিতীয় ব্যক্তি হলেন মোহাম্মদ নবী, যিনি এই সময়ের মধ্যে ১০০টির বেশি উইকেট নিয়ে ২৪৫৮ রান করেছেন।
আর একই সময়ে মোট ৫৪ জন ব্যাটসম্যান কমপক্ষে ২৫০০ রান সংগ্রহ করলেও সাকিবের চেয়ে বেশি উইকেট নিতে পারেনি কেউই। এই সময়ের মধ্যে কমপক্ষে ২৫০০ রান সংগ্রহের পাশাপাশি ৯৪ উইকেট নিয়ে পাকিস্তানের মোহাম্মদ হাফিজ দ্বিতীয় অবস্থানে রয়েছেন।
ফিটনেস পরীক্ষায় সবার সেরা সাকিব
আইসিসির দশক সেরা ওয়াডে দল: রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, সাকিব আল হাসান, মহেন্দ্র সিং ধোনি, বেন স্টোকস, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, ইমরান তাহির ও লাসিথ মালিঙ্গা।
আইসিসির দশক সেরা টেস্ট দল: অ্যালেস্টার কুক, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, বিরাট কোহলি, স্টিভ স্মিথ, কুমার সাঙ্গাকারা, বেন স্টোকস, রবীচন্দন আশ্বিন, ডেল স্টেইন, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন।
একবছর পর ‘হোম অব ক্রিকেটে’ সাকিব
আইসিসির দশক সেরা টি-টোয়েন্টি দল: রোহিত শর্মা, ক্রিস গেইল, অ্যারন ফিঞ্চ, এবি ডি ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, এম এস ধোনি, কাইরন পোলার্ড, রশিদ খান, জাসপ্রিত বুমরাহ, লাসিথ মালিঙ্গা।