তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে শুক্রবার (১০ নভেম্বর) পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ নারী ক্রিকেট দল।
এদিন ঢাকার শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হবে দুই দলের গুরুত্বপূর্ণ ম্যাচটি।
গত শনিবার একই ভেন্যুতে প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় পাকিস্তান।
কিন্তু গত মঙ্গলবার(৭ নভেম্বর) ঢাকার শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে সুপার ওভারে ১-১ ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা আনে স্বাগতিক বাংলাদেশ।
দুই দলের মধ্যকার দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তান মহিলা দল ৪৯ ওভার ৫ বলে ১৬৯ রানে অলআউট হয়ে যায় এবং ১৬৯ রানের জবাবে মাঠে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে টাই করে বাংলাদেশ।
আরও পড়ুন: পাকিস্তানকে হারিয়ে বাঘিনীদের ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়
বৃহস্পতিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা সিরিজ জয়ের পাশাপাশি র্যাঙ্কিয়ের উন্নতির জন্য দলের উন্নত ব্যাটিংয়ের ওপর জোর দেন।
তিনি বলেন,‘আমরা এখন ব্যাটিংয়ে লড়াই করছি। আমাদের ব্যাটিংয়ের উন্নতি করতে হবে। সিরিজ জেতার পাশাপাশি আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে উন্নতি করতে আমরা ২০০-র বেশি রান করতে চাই।’
এর আগে গত মাসে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক ও প্রথমবারের মতো নারী টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল।
আরও পড়ুন: নারী ওয়ানডে সিরিজ: দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারাল বাংলাদেশ