বাংলাদেশ নারী ক্রিকেট দলের আরেক সদস্যের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে নারী ক্রিকেট দলের দুই সদস্যের করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়। তবে তৃতীয় জন ওমিক্রনে আক্রান্ত হননি। তাদের তিনজনই মুগদা জেনারেল হাসপাতালে আইসোলেশনে আছেন।
বিসিবির গণমাধ্যম বিভাগের প্রধান জালাল ইউনুস মঙ্গলবার ইউএনবিকে বলেন, ‘জিম্বাবুয়ে সফরে যাওয়া আরেক সদস্য করোনা আক্রান্ত হয়েছেন।’ তবে আক্রান্ত ব্যক্তি ক্রিকেটার না কি সহযোগী স্ট্যাফ তা তিনি উল্লেখ করেননি।
তিনি বলেন, ‘আগে শনাক্ত হওয়া দুই ক্রিকেটারসহ তিনজনকেই মুগদা জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তারা খুব দ্রুতই সুস্থ হয়ে উঠছেন।’
সর্বশেষ পরীক্ষায় নেগেটিভ হওয়া নারী দলের অন্য সদস্যরা বিসিবি একাডেমি ভবনে কোয়ারেন্টাইনে রয়েছেন। আগামী ১৯ ডিসেম্বর তাদের আরেকটি পরীক্ষা করা হবে।
করোনার নতুন ধরন ওমিক্রন দক্ষিণ আফ্রিকায় প্রথমে শনাক্ত হয়। এরপরই জিম্বাবুয়ে হওয়া আইসিসি নারী বিশ্বকাপের বাছাইপর্ব মাঝপথে স্থগিত করা হয়। পরে বাংলাদেশ নারী ক্রিকেট দল জিম্বাবুয়ে থেকে দেশে ফেরেন।
দেশে আসার পরই নারী ক্রিকেটারদের রাজধানীর একটি হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হয়।
আরও পড়ুন: বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্যের করোনা শনাক্ত
ম্যারাডোনার চুরি হওয়া ঘড়ি ভারতে উদ্ধার