বাংলাদেশ নারী ক্রিকেট দল
নিগার সুলতানার ৭৫ রানে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেল বাংলাদেশ
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে মঙ্গলবার বাংলাদেশ নারী ক্রিকেট দল শ্রীলঙ্কা সফরের প্রথম টি-টোয়েন্টিতে এক বল বাকি থাকতেই রোমাঞ্চকর লড়াইয়ে শ্রীলঙ্কা নারী দলকে ৬ উইকেটে পরাজিত করেছে।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা নারী দল। শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু মাত্র ২৮ বলে দ্রুতগতিতে ৩৮ রান করে দলকে ভালো সূচনা এনে দেন।
তবে ৯ম ওভারে নাহিদা আক্তারের বলে আউট হন তিনি। হার্শিতা সামারাবিক্রমা ৪৪ বলে ৪৫ রান করে ইনিংস ধরে রাখলেও অন্য প্রান্তে উইকেট পড়তে থাকে। শেষ পর্যন্ত নীলাক্ষী ডি সিলভার অপরাজিত ২৯ রানে শ্রীলঙ্কা তাদের ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে প্রতিযোগিতামূলক ১৪৫ রান করে।
বাংলাদেশের পক্ষে ফাহিমা খাতুন ৪ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নেন। একটি করে উইকেট নেন ফারিহা তৃষ্ণা, সুলতানা খাতুন ও নাহিদা আক্তার।
আরও পড়ুন: অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না: নিগার সুলতানা
জয়ের জন্য ১৪৬ রান তাড়া করতে গিয়ে বাংলাদেশ দলের ওপেনার শামীমা সুলতানাকে হারায়। তবে অধিনায়ক নিগার সুলতানা ও শোভনা মোস্তারি ৫১ রানের জুটিতে ইনিংসকে স্থির রাখেন। মোস্তারি ১৭ রানে ওশাদি রানাসিংহের বলে আউট হন। কিন্তু নিগার সুলতানা আক্রমণাত্মকভাবে খেলতে থাকেন এবং স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যান। তিনি রিতু মনিকে যোগ্য পার্টনার হিসেবে পান, যিনি মাত্র ২৩ বলে ৩৩ রান করেন।
শেষ দুই ওভারে ১৬ রানের যখন প্রয়োজন, সেসময় বাংলাদেশ শেষ ওভারে মনির রান আউটে অনেকটাই সমস্যায় পড়েছিল। তবে নিগার সুলতানা তার ধৈর্য ও বিশ্বাস ধরে রেখে শেষ ওভারে দুটি বাউন্ডারি হাকিয়ে বাংলাদেশকে রোমাঞ্চকর জয় উপহার দেন। তিনি মাত্র ৫১ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন, যার মধ্যে সাতটি চার ও দু’টি ছক্কা ছিল।
শ্রীলঙ্কার তিনজন বোলার একটি করে উইকেট নিলেও তারা তাদের দলের হয়ে ম্যাচ জিততে পারেনি। সিরিজের বাকি দুটি ম্যাচ একই ভেন্যুতে ১১ ও ১২ মে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: বাংলাদেশ নারী ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
১ বছর আগে
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে প্রথম জয় পাওয়ায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার প্রথমবারে মতো বিশ্বকাপে অংশ নিয়ে পাকিস্তানকে ৯ রানে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দল।
হ্যামিল্টনের সেডন পার্কে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৩৪ রান করে বাংলাদেশ। ওয়ানডেতে এটি ছিল বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ স্কোর। বাংলাদেশের পক্ষে ফারজানা হক ৭১, অধিনায়ক নিগার সুলতানা ৪৬ এবং শারমিন আক্তার ৪৪ রান করেন।
জবাবে সিদরা আমিনের সেঞ্চুরি সত্ত্বেও পাকিস্তান নারী দল ৫০ ওভারে ৯ উইকেটে ২২৫ রানের বেশি করতে পারিনি।
বাংলাদেশের ফাহিমা খাতুন তিনটি এবং রুমানা আহমেদ দুটি উইকেট নেন।
আরও পড়ুন: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা
অবশেষে দক্ষিণ আফ্রিকা সিরিজে যোগ দিচ্ছেন সাকিব
২ বছর আগে
দেশে আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত
বাংলাদেশে করোনার নতুন ধরন ওমিক্রনে আরও তিনজন শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত জনে।
বুধবার গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা (জিআইএসএআইডি) এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে মঙ্গলবার দেশে আরও দুজন ওমিক্রনে আক্রান্ত হয়।
১১ ডিসেম্বর জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটার ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।
ঢাকায় ফেরত আসার পর তাদের রাজধানীর একটি হোটেলে আইসোলেশনে রাখা হয়। পরে ৬ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বাংলাদেশ নারী দলের দুই সদস্য করোনা পজিটিভ এসেছেন। এর পাঁচ দিন পর ১১ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তর জানায়, তারা দু’জনই করোনার ওমিক্রন ধরনে আক্রান্ত হয়েছেন।
২০ ডিসেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জানায়, ওমিক্রনে আক্রান্ত হওয়া বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই খেলোয়াড় ভালো আছেন এবং তারা করোনা নেগেটিভ হয়েছেন।
আরও পড়ুন: দেশে আরও ২ জনের ওমিক্রন শনাক্ত
ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩৫০ ছাড়িয়েছে
২ বছর আগে
নারী ক্রিকেট দলের আরেক সদস্য করোনা আক্রান্ত
বাংলাদেশ নারী ক্রিকেট দলের আরেক সদস্যের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে নারী ক্রিকেট দলের দুই সদস্যের করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়। তবে তৃতীয় জন ওমিক্রনে আক্রান্ত হননি। তাদের তিনজনই মুগদা জেনারেল হাসপাতালে আইসোলেশনে আছেন।
বিসিবির গণমাধ্যম বিভাগের প্রধান জালাল ইউনুস মঙ্গলবার ইউএনবিকে বলেন, ‘জিম্বাবুয়ে সফরে যাওয়া আরেক সদস্য করোনা আক্রান্ত হয়েছেন।’ তবে আক্রান্ত ব্যক্তি ক্রিকেটার না কি সহযোগী স্ট্যাফ তা তিনি উল্লেখ করেননি।
তিনি বলেন, ‘আগে শনাক্ত হওয়া দুই ক্রিকেটারসহ তিনজনকেই মুগদা জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তারা খুব দ্রুতই সুস্থ হয়ে উঠছেন।’
সর্বশেষ পরীক্ষায় নেগেটিভ হওয়া নারী দলের অন্য সদস্যরা বিসিবি একাডেমি ভবনে কোয়ারেন্টাইনে রয়েছেন। আগামী ১৯ ডিসেম্বর তাদের আরেকটি পরীক্ষা করা হবে।
করোনার নতুন ধরন ওমিক্রন দক্ষিণ আফ্রিকায় প্রথমে শনাক্ত হয়। এরপরই জিম্বাবুয়ে হওয়া আইসিসি নারী বিশ্বকাপের বাছাইপর্ব মাঝপথে স্থগিত করা হয়। পরে বাংলাদেশ নারী ক্রিকেট দল জিম্বাবুয়ে থেকে দেশে ফেরেন।
দেশে আসার পরই নারী ক্রিকেটারদের রাজধানীর একটি হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হয়।
আরও পড়ুন: বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্যের করোনা শনাক্ত
ম্যারাডোনার চুরি হওয়া ঘড়ি ভারতে উদ্ধার
২ বছর আগে
বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্যের করোনা শনাক্ত
বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্যের করোনা শনাক্ত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগের প্রধান জালাল ইউনুস সোমবার সন্ধ্যায় ইউএনবিকে এই তথ্য নিশ্চিত করেছেন।
যদিও তিনি আক্রান্ত দুই খেলোয়াড়ের নাম জানান নি। দুজনকেই চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
জালাল ইউনুস ইউএনবিকে জানান, ঢাকায় আসার পর তাদের কয়েকবার পরীক্ষা করা হয়। সর্বশেষ পরীক্ষার আগে তারা প্রতিবারই করোনা নেগেটিভ হন। যারা শনাক্ত হয়েছেন তাদের আলাদা রাখা হয়েছে।
সম্প্রতি জিম্বাবুয়েতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ বাতিলের ফলে বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করে দেশে ফিরেছে নারী ক্রিকেট দল। এটি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিশ্বকাপে প্রথম অংশগ্রহণ।
আরও পড়ুন: প্রথমবারের মতো বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা
সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন নারী ক্রিকেটার শারমিন
২ বছর আগে