সিলেটে নারী এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী ক্রিকেট দল থাইল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে। এরপরই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজের ব্যর্থতার কথা স্বীকার করেছেন।
শনিবার তিনি বলেন, নারী ক্রিকেটের প্রতি প্রাপ্যনুযায়ী মনোযোগ না দেয়াটা বোর্ডের ব্যর্থতা।
এশিয়া কাপের আগে বাংলাদেশ মহিলা দল আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের তুলে ধরে।
আরও পড়ুন: চিকিৎসক আমাকে ক্রিকেট থেকে দূরে থাকতে বলেছেন: পাপন
বিসিবি সভাপতি বলেন, নারী দল নিয়মিত ভালো খেলছে। তা সত্ত্বেও, বোর্ড মহিলা দলের প্রতি যথাযথ মনোযোগ না দেয়াটা ‘বোর্ডের ব্যর্থতা’।
সিলেটে পাপন আরও বলেন, ‘ওরা অনেক দিন ধরেই ভালো খেলছে। ‘ওরা বিশ্বকাপ বাছাইপর্ব জিতেছে। তারা আগের বিশ্বকাপ খেলেছে, কোয়ালিফায়ার জিতেছে। এর আগে এশিয়া কাপও জিতেছে তারা। কিন্তু আমরা তাদের প্রতি প্রাপ্য মনোযোগ দেইনি, এটা আমাদের ব্যর্থতা।’
শনিবার থাইল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তোলার অভিযান শুরু করে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
উল্লেখ্য, ২০১৮ সালে বাংলাদেশ মহিলা ভারতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ জিতেছিল।
আরও পড়ুন: সাকিবকে যখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন তখনই আমরা তাকে পাই না: পাপন
আপাতত বিসিবিতে থাকবেন আকরাম, পরবর্তী সিদ্ধান্ত ২৪ ডিসেম্বর: পাপন