ছুটি নেয়ায় এ সিরিজ থেকে স্বাভাবিকভাবেই বাদ পড়েছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই সাথে বাইরে থাকছেন স্পিনার তাইজুল ইসলাম। দলে ঢুকেছেন পেসার আল আমিন হোসেন, অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত এবং টপ অর্ডার ব্যাটসম্যান নাঈম শেখ। প্রথমবারের মতো দলে এসেছেন নাসুম আহমেদ।
আরও পড়ুন: আইপিএলের জন্য শ্রীলঙ্কায় টেস্ট খেলবেন না সাকিব
করোনার টিকা নিলেন তামিম-সৌম্যরা
আগামী ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার কথা টাইগারদের। সেখানে বিশ্বকাপ সুপার লিগের অধীনে তিনটি ওয়ানডে এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচগুলো ডানেডিন, ক্রাইস্টচার্চ, ওয়েলিংটন, হ্যামিল্টন, নেপিয়ার ও অকল্যান্ডে অনুষ্ঠিত হবে।
২০১৯ সালে ক্রাইস্টচার্চের দুই মসজিদে সন্ত্রাসী হামলার পর এটি হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম নিউজিল্যান্ড সফর। ওই হামলার সময় বাংলাদেশ দল একটি মসজিদের কাছাকাছি থাকলেও তারা নিরাপদে সরে আসতে সক্ষম হয়।
করোনাভাইরাসের কারণে গত বছরের মার্চ থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিল টাইগাররা। চলতি বছরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরে বাংলাদেশ। সফরকারীদের তারা তিন ম্যাচ ওয়ানডে সিরিজে করে হোয়াইটওয়াশ। কিন্তু দুই ম্যাচের টেস্ট সিরিজ হারাতে হয় ২-০ ম্যাচে।
বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, সৌম্য সরকার, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মেহেদি হাসান ও নাসুম আহমেদ।
আরও পড়ুন: আইপিএল: সাকিবকে নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই, জিতল কেকেআর, মুস্তাফিজ রাজস্থানে
নিউজিল্যান্ডের বিপক্ষে না খেলার অনুমতি চাইলেন সাকিব
সফরসূচি: আগামী ১৩ মার্চ বাংলাদেশের সঙ্গে প্রথম ওয়ানডে ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। প্রথম ওয়ানডে ম্যাচটি ডুনেডিনে হলেও ১৭ ও ২০ মার্চের দুটি ম্যাচ হবে ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে। প্রথম ও শেষ ম্যাচটি বাংলাদেশ সময় ভোর ৪টা এবং দ্বিতীয়টি সকাল ৭টায় শুরু হবে।
এছাড়া, ২৩ মার্চ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি নেপিয়ারে অনুষ্ঠিত হবে। পরে ২৬ মার্চ অকল্যান্ডে দ্বিতীয় টি-টোয়েন্টি এবং ২৮ মার্চ হ্যামিল্টনে শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৭টা এবং শেষের দুটি দুপুর ১২টায় শুরু হবে।
বাংলাদেশকে তামিম ইকবাল ওয়ানডেতে এবং মাহমুদুল্লাহ রিয়াদ টি২০-তে নেতৃত্ব দেবেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৫ ওয়ানডে এবং সাত টি২০ ম্যাচ খেলা বাংলাদেশ ১০ ওয়ানডেতে জয় পেলেও তার কোনোটি নিউজিল্যান্ডের মাটিতে আসেনি। আর টাইগাররা টি২০-তে এখনও ব্লাকক্যাপসের বিপক্ষে কোনো সফলতার দেখা পায়নি।