গত বছরের শেষের দিকে বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল, কিন্তু কোভিড-১৯ পরিস্থিতির কারণে সিরিজটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। এখন, দুই দেশের বোর্ডই চলতি বছরের এপ্রিল-মে মাসে সিরিজটি চালিয়ে নেয়ার চেষ্টা করছে। একই সময়ের মধ্যে আইপিএলের নতুন মৌসুমও শুরু হবে।
আরও পড়ুন: আইপিএল: সাকিবকে নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই, জিতল কেকেআর, মুস্তাফিজ রাজস্থানে
সাকিবের পিতৃত্বকালীন ছুটি মঞ্জুর
শুক্রবার স্থানীয় গণমাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘সাকিব এখন টেস্ট খেলতে অনিচ্ছুক। এর পরিবর্তে তিনি আরও টি-টোয়েন্টি খেলতে চান এবং ছুটির জন্য আবেদন করেছেন যাতে আইপিএলের পুরো মৌসুম খেলতে পারেন। বোর্ড তাকে ছুটি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা বিশ্বাস করি কেউ যদি খেলার জন্য আগ্রহ না দেখায় তাহলে আমাদের কোনো পয়েন্ট নেই জোর করে খেলানোর।’
সম্প্রতি ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন সাকিব। ওয়ানডে সিরিজে অলরাউন্ড পারফরম্যান্সের কারণে ম্যান অব দ্য সিরিজের পুরস্কার জেতেন তিনি।
টেস্টেও দুর্দান্ত প্রত্যাবর্তন হয় সাকিবের। প্রথম ইনিংসে খেলেন পঞ্চাশোর্ধ্ব ইনিংস। তবে ইনজুরির কারণে ম্যাচের বেশির ভাগ সময়ই তাকে মাঠের বাইরে থাকতে হয়েছে। প্রথম ইনিংসে মাত্র ৬ ওভার বল করেন। দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি। কাঁধে চোট পাওয়ায় দ্বিতীয় টেস্ট মিস করেন সাকিব।
এর আগে, পিতৃত্বকালীন ছুটি নেয়ায় নিউজিল্যান্ড সফর থেকেও নিজেকে সরিয়ে নেন সাকিব। কিউইদের বিপক্ষে ফেব্রুয়ারি-মার্চে ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা।
আরওপড়ুন: ঢাকা টেস্টে সাকিবের পরিবর্তে সৌম্য
নিউজিল্যান্ডের বিপক্ষে না খেলার অনুমতি চাইলেন সাকিব
এদিকে, আইপিএলে টানা সাত মৌসুম কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলা তারকা অলরাউন্ডার সাকিবকে আসন্ন মৌসুমের জন্য আবারও নিজেদের তালিকাভুক্ত করেছে বলিউড কিং শাহরুখ খানের দলটি।
গতকালের নিলামে নতুন মৌসুমের জন্য সাকিবের ভিত্তি মূল্য রাখা হয় ২ কোটি রুপি। দ্বিতীয় ধাপেই নাম ছিল তার। কেকেআর ৩.২ কোটি রুপিতে সাকিবকে দলে নেয়। তিনি এর আগে কেকেআরের হয়ে ২০১২ ও ২০১৪ মৌসুমে শিরোপা জয় করেন।
সাকিব ২০১৮ ও ২০১৯ মৌসুমে খেলেন সানরাইজার্স হায়দারাবাদের হয়ে এবং নিষেধাজ্ঞার কারণে অংশ নিতে পারেননি সর্বশেষ আসরে।