পিসিবি বুধবার জানায়, সাবেক অধিনায়ক ইন্তিখাব আলম ও সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার বাজিদ খানসহ পাঁচ সদস্যের প্যানেল এক বলিষ্ঠ নিয়োগ প্রক্রিয়ায় সর্বসম্মতিক্রমে মিসবাহকে বেছে নেয়।
এক বিবৃতিতে মিসবাহ বলেন, ‘আমি জানি প্রত্যাশা অনেক উঁচু, কিন্তু আমি কাজের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তা না হলে আমি পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে চ্যালেঞ্জিং ও লোভনীয় ভূমিকাটির জন্য আমার নাম দিতাম না।’
মিসবাহর সুপারিশ অনুযায়ী আরেক সাবেক অধিনায়ক ওয়াকার ইউনুসকে তিন বছরের চুক্তিতে জাতীয় দলের বোলিং কোচ হিসেবে বেছে নেয়া হয়েছে।
সাবেক এ দুই অধিনায়ক আগেও এক সাথে ২০১৪-১৬ মেয়াদে কাজ করেছেন। তখন মিসবাহ ছিলেন অধিনায়ক আর ওয়াকার মূল কোচ।
এদিকে, নবগঠিত ঘরোয়া ক্রিকেট দলগুলোর ছয় মূল কোচ জাতীয় নির্বাচন কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
মিসবাহ জানান, নিজেদের ভূমিকা ও দায়িত্ব এবং পাকিস্তান ক্রিকেটকে কীভাবে এগিয়ে নেয়া যায় তা নিয়ে তিনি ওয়াকারের সাথে অকপট আলোচনা করেছেন।
‘আমাদের দলে উদ্দীপ্ত তরুণ ফাস্ট বোলার রয়েছে এবং তাদের আধুনিককালের তারকায় পরিণত করতে ওয়াকারের চেয়ে ভালো আর কেউ নেই,’ যোগ করেন তিনি।
মিসবাহ পাকিস্তানকে ৫৬ টেস্টে নেতৃত্ব দিয়েছেন। যার মধ্যে ২৬ জয়, ১৯ পরাজয় ও ১১ ড্রয়ের দেখা পেয়েছেন। সেই সাথে তার অধীনে ৮৭টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৪৫ জয় ও ৩৯ হার হয়েছে পাকিস্তানের।
চলতি মাসের শেষ দিকে পাকিস্তান সফরের কথা রয়েছে শ্রীলঙ্কার। তারা করাচিতে তিনটি ওডিআই এবং লাহোরে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।