বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, একটা পারিবারিক জরুরি ব্যস্ততার কারণে তিনি চলতি বছরের চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে যাবেন না।
শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে একমাত্র টেস্টে ৭ উইকেটের জয় পেয়ে সিরিজ শেষ করেছে বাংলাদেশ।
ম্যাচ শেষে সাকিব মিডিয়ার সঙ্গে কথা বলেন এবং আইপিএলে যোগ না দেওয়ার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেন।
এর আগে, সাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছিল যে মে মাসে জাতীয় দলের হয়ে খেলার কথা থাকায় পুরো আইপিএল মৌসুমে অংশ নিতে পারবেন না এই অলরাউন্ডার।
আরও পড়ুন: জাতীয় স্বার্থ প্রাধান্য পাবে, আইপিএলে অনিশ্চিত সাকিব ও লিটন
তাই কলকাতা নাইট রাইডার্সের কর্মকর্তারা সাকিবকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি টুর্নামেন্ট বাদ দিতে ইচ্ছুক কিনা, যাতে তারা এমন একজন খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করতে পারে যিনি পুরো মৌসুম খেলতে পারবেন; সাকিব তাতে সম্মত হন।
শুক্রবার সাকিব জানান যে আইপিএলে তার অনুপস্থিতির আরেকটি কারণ হলো পারিবারিক ইমার্জেন্সি।
সাকিব বলেন, ‘বিশ্বকাপের বছর আইপিএলে খেলার দারুণ সুযোগ ছিল আমার। ‘কিন্তু আমি কি করতে পারি? একটা জরুরি কারণে পরিবারকে সময় দিতে হচ্ছে।’
আরও পড়ুন: বিমানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব আল হাসান