আজকের খেলা দিয়ে চট্টগ্রাম তাদের ১০ ম্যাচে সপ্তম জয়ের দেখা পেল। অন্যদিকে, খুলনা নয় ম্যাচে চতুর্থবারের মতো হারল।
খুলনার সংগ্রহ করা মামুলি ১২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চট্টগ্রাম ১৮ ওভার ১ বলে ছয় উইকেট হাতে রেখে তুলে ফেলে ১২৪ রান। জুনায়েদ সিদ্দিক করেন ৩৮, ওয়েস্ট ইন্ডিজের লেন্ডল সিমন্স ৩৬ ও নুরুল হাসান সোহান ৩০ রান করেন।
খুলনার পক্ষে রবি ফ্রাইলিং দুটি এবং আলিস ইসলাম ও মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট নেন।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে খুলনা সব ইউকেট হারিয়ে ১৯ ওভার ৫ বলে সংগ্রহ করে ১২১ রান। রাইলি রুশো ৪৮ এবং অধিনায়ক মুশফিকুর রহিম করেন ২৯ রান।
চট্টগ্রামের হয়ে রুবেল হোসেন ও মেহেদী হাসান রানা তিনটি করে এবং কেসরিক উইলিয়ামস দুটি ও জিয়াউর রহমান একটি উইকেট পান।
চট্টগ্রাম আগামী ৭ জানুয়ারি রাজশাহী রয়্যালসের মুখোমুখি হবে। খুলনার পরের ম্যাচ ৮ জানুয়ারি কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে। দুটি ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।