শুক্রবার সন্ধা ৭টায় মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।
ফাইনালে আসার আগে কোয়ালাফাইয়ার-১ ম্যাচে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্সকে হারায় কুমিল্লা। অপরদিকে লিগ পর্বের পরে রংপুর ও চিটাগং ভাইকিংসকে টানা দুই ম্যাচে হারিয়ে ফাইনালে আসে ডায়নামাইস।
এবারের আসরে লিগ পর্বে দুবার ঢাকাকে হারানোর অভিজ্ঞতা আছে কুমিল্লার। ফাইনালের আগে তাই সেই সুখস্মৃতি মনে রেখে মানসিকভাবে এগিয়ে থাকবে কুমিল্লা।
এদিকে লিগ পর্বে কুমিল্লার কাছে পরাজিত হলেও ফাইনাল ম্যাচে ছাড় দিয়ে কথা বলবে না ঢাকা। নির্ভার থেকে ম্যাচটা উপভোগ করতে চাইবে তারা। কারণ তাদের বেশকিছু শক্তির জায়গা রয়েছে।
ফাইনালে কুমিল্লা একাদশ: তামিম ইকবাল, এভিন লুইস, ইমরুল কায়েস (অধিনায়ক), এনামুল হক (উকেটরক্ষক), শামসুর রহমান, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, মোহাম্মাদ সাইফুদ্দিন, ওহাব রিয়াজ, মেহেদী হাসান এবং সঞ্জিত সাহা।
ফাইনালে ঢাকা ডায়নামাইটস একাদশ: উপুল থারাঙ্গা, সুনিল নারাইন, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, নুরুল হাসান (অধিনায়ক), মাহমুদুল হাসান, শুভাগত হোম, রুবেল হোসেন এবং কাজী অনিক।