বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানায়, রহমত করোনায় পজিটিভ হওয়ায় নেপাল সফরে থাকছেন না। তবে উইঙ্গার রাকিব হোসেনের দ্বিতীয় কোভিড-১৯ টেস্টে নেগেটিভ আসায় তিনি দলের সাথে নেপাল যাবেন।
আগামী সপ্তাহের প্রথম দিকে দ্বিতীয় টেস্টে নেগেটিভ ফল আসলে রহমতও দলের সাথে যোগ দিতে পারেন।
আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজে থাকছেন না তামিম
বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়াও দলে যোগ দিতে যাচ্ছেন। আই-লিগের দল কলকাতা মোহামেডান তাকে জাতীয় দলে যোগ দিতে ছুটি দিয়েছে। তিনি কলকাতা থেকে ঢাকায় ফিরে নেপাল যাবেন।
প্রসঙ্গত, স্বাগতিক নেপাল বাংলাদেশ ও কিরগিজস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করছে। বাংলাদেশ ও নেপাল জাতীয় দল নিয়ে খেললেও কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দল পাঠাচ্ছে।
আরও পড়ুন: পুত্র সন্তানের বাবা হলেন সাকিব
রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ২৩ মার্চ বাংলাদেশের প্রথম ম্যাচ কিরগিজস্তানের বিপক্ষে। ২৭ মার্চ নেপালের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। ফাইনাল হবে ২৯ মার্চ। প্রাথমিক পর্বের শীর্ষ দুই দল ওইদিন শিরোপার লড়াইয়ে মাঠে নামবে।