বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্যের করোনা শনাক্ত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগের প্রধান জালাল ইউনুস সোমবার সন্ধ্যায় ইউএনবিকে এই তথ্য নিশ্চিত করেছেন।
যদিও তিনি আক্রান্ত দুই খেলোয়াড়ের নাম জানান নি। দুজনকেই চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
জালাল ইউনুস ইউএনবিকে জানান, ঢাকায় আসার পর তাদের কয়েকবার পরীক্ষা করা হয়। সর্বশেষ পরীক্ষার আগে তারা প্রতিবারই করোনা নেগেটিভ হন। যারা শনাক্ত হয়েছেন তাদের আলাদা রাখা হয়েছে।
সম্প্রতি জিম্বাবুয়েতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ বাতিলের ফলে বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করে দেশে ফিরেছে নারী ক্রিকেট দল। এটি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিশ্বকাপে প্রথম অংশগ্রহণ।