বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের শনিবারের চার ম্যাচের একটিতে বিকাল পৌনে ৪টায় গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ কেসির বিপক্ষে খেলতে নামবে বসুন্ধরা কিংস।
একই দিন বিকাল পৌনে ৪টার দিকে রাজশাহীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ এফসির মুখোমুখি হবে সাবেক চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
আরও পড়ুন: সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ: ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
শনিবারের অন্য দুটি ম্যাচে সাইফ স্পোর্টিং বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে বিকাল পৌনে ৪টায় শেখ রাসেল কেসির মুখোমুখি হবে এবং সিলেট জেলা স্টেডিয়ামে বিকাল সাড়ে ৫টায় রহমতগঞ্জ এমএফএসের মুখোমুখি হবে ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড।
গত দুইবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষে রয়েছে। এছাড়া ২৮ ও ২৭ পয়েন্ট নিয়ে এরপরের অবস্থানে রয়েছে যথাক্রমে ঢাকা আবাহনী লিমিটেড ও শেখ জামাল ডিসি।
সাত ও ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানীতে রয়েছে যথাক্রমে মুক্তিযোদ্ধা সংসদ কেসি এবং স্বাধীনতা কেএস।