মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৬ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শনিবারের এই জয়ের মধ্য দিয়ে টানা সপ্তম জয় ধরে রাখলকুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এদিন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু মেহেদী মারুফ এবং খাজা নাফি মাত্র ২ রানে ধরাশায়ী হন।
আফিফ হোসেন ও উসমান খান চ্যালেঞ্জার্সের হয়ে দারুণ নৈপুণ্য দিয়ে এগিয়ে যান। আফিফ চারটি ছয় ও দুটি ছক্কা পিটিয়ে ৪৯ বলে ৬৬ রান করেন। আর উসমান ৪১ বলে ৪টি বাউন্ডারি হাঁকিয়ে ও তিন ছক্কায় ৫২ রান করেন।
তাদের প্রচেষ্টা সত্ত্বেও, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তাদের ২০ ওভারে সাতটি উইকেট হারিয়ে মাত্র ১৫৬ রান করতে সক্ষম হন।
চ্যালেঞ্জার্সের হয়ে দু’টি করে উইকেট নেন তানভীর ইসলাম ও হাসান আলী।
আরও পড়ুন: বিপিএল-২০২৩: বৃহস্পতিবার থেকে শেষ পর্বের টিকিট বিক্রি শুরু
কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাদের প্রতিক্রিয়ায় একটি শক্তিশালী সূচনা করেছিল, তাদের ওপেনাররা ইনিংসের বাকি অংশে সুর সেট করেছিলেন।
মোহাম্মদ রিজওয়ান ৪৭ বলে পাঁচটি বাউন্ডারি হাঁকায় ও দুই ছক্কায় ৬১ রান করে জয়ে মুখ্য ভূমিকা পালন করেন। মোসাদ্দেক হোসেনও নির্ভরযোগ্য নৈপুণ্য দেখিয়ে ২৭ বলে তিনটি বাউন্ডারি ও একটি ছক্কা মেরে ৩৭ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন।
এর মধ্যদিয়েই কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১৯ ওভারে চার উইকেটে ১৫৭ রানের স্কোর করে তাদের জয় নিশ্চিত করে।
বোলার মৃত্যুঞ্জয় চৌধুরী এবং জিয়াউর রহমানের প্রচেষ্টায় দু’টি করে উইকেট শিকার করেন। কিন্ত চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বাকি বোলাররা উল্লেখযোগ্য প্রভাব ফেলতে ব্যর্থ হন।
আরও পড়ুন: বিপিএল ২০২৩: ঢাকাকে হারিয়ে শেষ দল হিসেবে প্লে-অফে রংপুর