শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে রংপুর রাইডার্সের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে ফরচুন বরিশাল।
৫ বল বাকি থাকতেই ৫ উইকেটে রংপুর রাইডার্সকে হারিয়ে জয় পেয়েছে ফরচুন বরিশাল।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ের সম্মুখীন হয় রংপুর রাইডার্স। পরে তাদের নির্ধারিত ২০ ওভারে ১৩৪/৯ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়।
আরও পড়ুন: ক্রিকেটার নাসির ২ বছরের জন্য নিষিদ্ধ: আইসিসি
শামীম হোসেনের ৩৪ রানের ইনিংস ও মিডল অর্ডারের অন্য ব্যাটসম্যানদের অবদান তাদের একটি ভালো ইনিংস উপহার দেয়।
এছাড়া ফরচুন বরিশালের হয়ে ৪ উইকেট নেন খালেদ আহমেদ। তাদের হয়ে ২ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ।
ফরচুন বরিশাল চাপের মুখে পড়লেও তামিম ইকবাল (৩৫), মুশফিকুর রহিমের (২৬) শক্তিশালী অবদান ও শোয়েব মালিকের (১৭*) দুর্দান্ত ইনিংস দলকে জয় এনে দেয়।
মাহমুদউল্লাহ রিয়াদের ১১ বলে ১৯ রানও গুরুত্বপূর্ণ ছিল তাদের জন্য।
সাকিব আল হাসান ও হাসান মুরাদ রংপুর রাইডার্সের হয়ে ২টি করে উইকেট নিলেও নার্ভ ধরে রাখে ফরচুন বরিশাল।
দিনের দ্বিতীয় ম্যাচে একই ভেন্যুতে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।