জয়
১৫ আগস্ট বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জয়ের
আগামী ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের প্রতি শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা জানাতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।
বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর স্মৃতি মুছে ফেলার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি।
তার ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, 'আপনার ও আমার শ্রদ্ধা নিবেদনই তারই প্রতিবাদ।’
ফেসবুক পেইজে এক ভিডিও বার্তায় তিনি উল্লেখ করেন, ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলেই শেখ হাসিনা দেশে ফিরবেন: জয়
তিনি বলেন, ‘আমি তাদের প্রটেস্টর বলব না, আমি তাদের মব বলব। তারা জাতির পিতার ঘর পুড়িয়ে দিয়েছে।’
জয় বলেন, ধানমন্ডির বাসায় জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
এটি একটি জাদুঘর উল্লেখ করে তিনি বলেন, '৭৫ সালের খুনিরাও ওই বাড়িটি ধ্বংস করার সাহস দেখাতে পারেনি।’
ওয়াশিংটনে বসবাসরত জয় বলেন, বঙ্গবন্ধু কোনো দলীয় বিষয় নন।
তিনি বলেন, ‘তিনি জাতির পিতা, তাকে ছাড়া আমরা বাংলাদেশি হতে পারতাম না, আজ পাকিস্তানি হয়ে থাকতাম।’
তিনি বলেন, বাঙালি জাতির প্রতি আমার আহ্বান, আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন, বাংলাদেশকে ভালোবাসেন, ৩২ নম্বরে (ধানমন্ডি ৩২) ফুল দিয়ে শান্তিপূর্ণভাবে প্রতি শ্রদ্ধা জানাবেন।’
তিনি সবাইকে মহান আল্লাহর কাছে বঙ্গবন্ধু, স্বাধীনতার চেতনা ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া করার আহ্বান জানান।
১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে নির্মমভাবে হত্যার শিকার হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, তাদের তিন পুত্র শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল এবং বঙ্গবন্ধুর পরিবারের অধিকাংশ সদস্য এবং তার তিন ঘনিষ্ঠ আত্মীয়।
বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় বিদেশে থাকায় ঘাতকদের হাত থেকে রেহাই পান।
২ মাস আগে
যুক্তরাজ্য নির্বাচন: বাংলাদেশি বংশোদ্ভূত ৪ ব্রিটিশ নাগরিকের জয়
যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টির পক্ষে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত চার প্রার্থী।
শুক্রবার (৫ জুলাই) সকালে ব্রিটিশ পার্লামেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
বিজয়ী চারজন হলেন- টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুশনারা আলী, রূপা হক ও আপসানা বেগম।
আরও পড়ুন: অর্থনৈতিক-নিরাপত্তা-অভিবাসন অংশীদারিত্ব জোরদারে ঢাকায় যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী
হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিক হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে ২৩ হাজার ৪৩২ ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ অ্যান্ড ইউনিয়নিস্ট পার্টির ডন উইলিয়ামস পেয়েছেন মাত্র ৮ হাজার ৪৬২ ভোট এবং গ্রিন পার্টির লর্না জেন রাসেল পেয়েছেন ৬ হাজার ৬৩০ ভোট।
বৃহস্পতিবার (৪ জুলাই) অনুষ্ঠিত এই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনি থেকে নির্বাচিত হয়েছেন রুশনারা আলী। লেবার পার্টির রুশনারা আলী পেয়েছেন ১৫ হাজার ৮৯৬ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আজমল মাসরুর পেয়েছেন ১৪ হাজার ২০৭ ভোট।
আরও পড়ুন: যুক্তরাজ্যে এমবিই সম্মাননা পাচ্ছেন জিয়াউস সামাদ চৌধুরী জেপি
লেবার পার্টির আরেক প্রার্থী ড. রূপা হক ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন থেকে এমপি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। ২২ হাজার ৩৪০ ভোট পেয়েছেন ২০১৫ সালে প্রথমবারের মতো এমপি নির্বাচিত রূপা হক। নিকটতম প্রার্থী কনজারভেটিভ পার্টির জেমস উইন্ডসর-ক্লাইভ পেয়েছেন ৮ হাজার ৩৪৫ ভোট। লিবারেল ডেমোক্র্যাটদের পক্ষে অ্যালিস্টার মিটন ৬ হাজার ৫৬ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।
এছাড়াও পপলার ও লাইম হাউস আসনে ১৮ হাজার ৫৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আপসানা বেগম।
এদিকে শুক্রবার আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন লেবার নেতা কেয়ার স্টারমার।
'হাতের চুম্বন' অনুষ্ঠানের মাধ্যমে রাজা তৃতীয় চার্লসের আশীর্বাদ নিয়ে সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন স্টারমার।
আরও পড়ুন: মিয়ানমারে অস্ত্র-জ্বালানি সরবরাহ বন্ধ করতে সব দেশের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইইউর
৩ মাস আগে
বিপিএল ২০২৪: চট্টগ্রামের জয়ের ধারা অব্যাহত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৩তম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৮ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
১৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪ বল বাকি থাকতেই ১৭.৪ ওভারে ১৩৮/২ পৌঁছে যায় চট্টগ্রাম।
তানজিদ হাসান ৪০ বলে ৫০ রান করেন। টম ব্রুস ৪৪ বলে ৫১ রানের সুবাদে অপরাজিত থাকেন এবং তার দলকে জয়ের দিকে নিয়ে যান।
আরও পড়ুন: ব্যাংককে সুরা কৃষ্ণ চাকমার জয়জয়কার
এর আগে সিলেটের স্ট্রাইকার্স নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৩৭/৪ সংগ্রহ করে। হ্যারি টেক্টর ৪২ বলে ৪৫ ও জাকির হাসান ২৬ বলে ৩১ রান করেন।
চট্টগ্রামের হয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে চার ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন বিলাল খান।
এটি চ্যালেঞ্জার্সের জন্য টানা তৃতীয় জয় ছিল এবং এর সঙ্গে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল।
তবে খুলনা টাইগার্স যদি দুরদান্ত ঢাকার বিপক্ষে পরের ম্যাচটি জিতে যায় তবে তারা শীর্ষস্থান থেকে চ্যালেঞ্জার্সকে হটিয়ে দেবে।
চ্যালেঞ্জার্স শেষ চারে জায়গা নিশ্চিত করার পথে থাকলেও চার ম্যাচে চারটি পরাজয় সিলেট স্ট্রাইকার্সের জন্য কাজটি কঠিন করে তুলেছে।
আরও পড়ুন: নারী ত্রিদেশীয় সিরিজ: পাকিস্তানকে ৩৬ রানে হারিয়ে জয় বাংলাদেশের মেয়েদের
বিপিএল ২০২৪: আভিশকার ক্যারিশমায় বরিশালের বিপক্ষে জয় পেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
৯ মাস আগে
বিপিএল ২০২৪: রংপুরকে হারিয়ে বরিশালের জয়
শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে রংপুর রাইডার্সের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে ফরচুন বরিশাল।
৫ বল বাকি থাকতেই ৫ উইকেটে রংপুর রাইডার্সকে হারিয়ে জয় পেয়েছে ফরচুন বরিশাল।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ের সম্মুখীন হয় রংপুর রাইডার্স। পরে তাদের নির্ধারিত ২০ ওভারে ১৩৪/৯ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়।
আরও পড়ুন: ক্রিকেটার নাসির ২ বছরের জন্য নিষিদ্ধ: আইসিসি
শামীম হোসেনের ৩৪ রানের ইনিংস ও মিডল অর্ডারের অন্য ব্যাটসম্যানদের অবদান তাদের একটি ভালো ইনিংস উপহার দেয়।
এছাড়া ফরচুন বরিশালের হয়ে ৪ উইকেট নেন খালেদ আহমেদ। তাদের হয়ে ২ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ।
ফরচুন বরিশাল চাপের মুখে পড়লেও তামিম ইকবাল (৩৫), মুশফিকুর রহিমের (২৬) শক্তিশালী অবদান ও শোয়েব মালিকের (১৭*) দুর্দান্ত ইনিংস দলকে জয় এনে দেয়।
মাহমুদউল্লাহ রিয়াদের ১১ বলে ১৯ রানও গুরুত্বপূর্ণ ছিল তাদের জন্য।
সাকিব আল হাসান ও হাসান মুরাদ রংপুর রাইডার্সের হয়ে ২টি করে উইকেট নিলেও নার্ভ ধরে রাখে ফরচুন বরিশাল।
দিনের দ্বিতীয় ম্যাচে একই ভেন্যুতে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
আরও পড়ুন: বিপিএলের উদ্বোধনী ম্যাচে শরিফুলের হ্যাটট্রিক
ঢাকার জয়ের মধ্য দিয়ে শুরু হয়েছে বিপিএলের নতুন মৌসুম
৯ মাস আগে
ঢাকার জয়ের মধ্য দিয়ে শুরু হয়েছে বিপিএলের নতুন মৌসুম
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৫ উইকেটে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) যাত্রা শুরু করেছে অভিষিক্ত দুর্দান্ত ঢাকা।
ঢাকার জয়ের মধ্য দিয়ে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বিপিএলের নতুন মৌসুম।
আরও পড়ুন: আইপিএলে সুযোগ না পেলেও বিপিএল নিয়ে আশাবাদী তাসকিন
টস জিতে ঢাকা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় এবং ভিক্টোরিয়ান্সকে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৩ রানে আটকে দেয়।
ভিক্টোরিয়ান্সের পক্ষে ইমরুল কায়েস ৬৬ ও তৌহিদ হৃদয় ৪৭ রান যোগ করেন। ইনিংসের শেষ ৩ বলে নিজের প্রথম হ্যাটট্রিক করে লাইমলাইটে আসেন শরিফুল ইসলাম।
ঢাকার হয়ে শরিফুল ৩টি ও তাসকিন আহমেদ ২টি উইকেট নেন।
জবাবে ৫ উইকেট ও ৪ বল হাতে রেখে ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে সফল হয় ঢাকা।
আরও পড়ুন: ক্রিকেটার নাসির ২ বছরের জন্য নিষিদ্ধ: আইসিসি
প্রথম উইকেটে মোহাম্মদ নাঈম ও দানুশকা গুনাথিলাকার ১০০ রানের জুটি ঢাকার জয়ের মঞ্চ তৈরি করে দেয়। নাঈম ৪০ বলে ৫২ ও দানুশকা ৪১ রান করেন। ২৪ রান যোগ করেন ইরফান শুক্কুর।
কুমিল্লার হয়ে তানভীর আহমেদ ও মুস্তাফিজুর রহমান ২টি করে উইকেট নিলেও পরাজয় এড়াতে ব্যর্থ হয় তারা।
বিপিএলের প্রথম ম্যাচে স্টেডিয়ামে প্রায় পূর্ণ দর্শক উপস্থিতি দেখা গেছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স।
আরও পড়ুন: বিপিএলের দিকে নজর রেখে প্রস্তুতি নিচ্ছেন তামিম
৯ মাস আগে
নির্বাচনে জয়ের পর বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
রবিবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও দলটির সভাপতি শেখ হাসিনা।
মঙ্গলবার (৯ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা পৃথকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বাংলাদেশ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন করেছে: প্রধানমন্ত্রী
পুষ্পস্তবক অর্পণের পর স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন শেখ হাসিনা।
এর আগে সকালে প্রধানমন্ত্রী তার ছোট বোন শেখ রেহানা ও মেয়ে সায়মা ওয়াজেদকে সঙ্গে নিয়ে বনানী কবরস্থানে যান এবং ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। তারা সেখানে ফুলের পাপড়ি বিছিয়ে দেন।
শেখ হাসিনা ও শেখ রেহানা ফাতেহা পাঠ করেন এবং ১৫ আগস্টের শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
এ সময় সায়মা ওয়াজেদ ও রাদওয়ান মুজিব সিদ্দিক উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নির্বাচন ২০২৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চীনের অভিনন্দন
নির্বাচনে জয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের অভিনন্দন
৯ মাস আগে
ভোলার চারটি আসনেই জয় পেয়েছে আওয়ামী লীগ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলার চারটি আসনেই জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
ভোলা-১ আসনে আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদ পেয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৭৯৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) শাহজাহান মিয়া লাঙল প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৯৮০ ভোট।
আরও পড়ুন: আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা বুধবার
এছাড়া ভোলা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলী আজম মুকুল ১ লাখ ৫৯ হাজার ৩২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জেপি) প্রার্থী মো.
ভোলা-৩ আসনে আওয়ামী লীগের নুরুন্নবী চৌধুরী শাওন ১ লাখ ৫৪ হাজার ২৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপা সমর্থিত মেজর (অব.) জসিম উদ্দিন পেয়েছেন ১৭ হাজার ৮১৫ ভোট।
আরও পড়ুন: চট্টগ্রাম-১৬ আসনে আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল
ভোলা-৪ আসনে নৌকা প্রতীক নিয়ে আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব পেয়েছেন ২ লাখ ৪ হাজার ৪৩৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান পেয়েছেন ৫ হাজার ৯১৮ ভোট।
আরও পড়ুন: বিরোধী দলের বর্জনের মধ্যে রবিবারের নির্বাচনে জয় পেতে যাচ্ছে আওয়ামী লীগ
৯ মাস আগে
নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী: ভোট দেওয়ার পর সাকিব
মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান বলেছেন, নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।
রবিবার সকাল ৮টা ১ মিনিটে নগরীর দাড়ি মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি এ কথা বলেন।
শীতের কারণে সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বিকেলে ভোটার সংখ্যা বাড়তে পারে বলে বিভিন্ন ভোটকেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
আরও পড়ুন: সাকিব আল হাসানকে নির্বাচন কমিশনের কারণ দর্শানোর নোটিশ
মাগুরা-১ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া এই আসনে মোট ৪লাখ ৪৮৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা করা হচ্ছে।
মাগুরার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু নাসের বেগ বলেন, নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে মাগুরা ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বর্তমান সংসদ সদস্য আইনজীবী সাইফুজ্জামান শিখর।
আরও পড়ুন: নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন সাকিব
অন্যদিকে সকাল ১০টায় মাগুরা-২ আসনের বর্তমান সংসদ সদস্য এবং আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ডক্টর শ্রী বীরেন শিকদার শালিখা উপজেলার সিংড়া স্কুল ভোটকেন্দ্রে তার ভোট দেন।
তিনিও জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।
সেনাবাহিনী বিজিবি, র্যাব ও আনসার বাহিনীর পাঁচ হাজার ৬৮ জন সদস্য এবং এর পাশাপাশি ২৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: জবাবে যা বললেন সাকিব
৯ মাস আগে
আওয়ামী লীগ নির্বাচনে কোনো শরিকের জয়ের নিশ্চয়তা দেবে না: কাদের
আওয়ামী লীগ নির্বাচনে কোনো শরিকের জয়ের নিশ্চয়তা দেবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা বলেন।
আরও পড়ুন: আসন বণ্টনের বিষয় আসেনি: জাপার সঙ্গে বৈঠক প্রসঙ্গে কাদের
তিনি বলেন, জোটের জন্য সাতটির বেশি আসন ছাড়ার কোনো সুযোগ নেই। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা তাদের পূর্ণ প্রচেষ্টা চালাবেন। দেশে একটি ভালো নির্বাচন হবে এবং কোনো পক্ষপাতিত্ব থাকবে না।
কিন্তু বিএনপি এই নির্বাচন বানচালের জন্য অস্ত্র সংগ্রহ করছে বলেও মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে দলীয় সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ নেই: কাদের
নিষেধাজ্ঞা নিয়ে আওয়ামী লীগ উদ্বিগ্ন নয়: কাদের
১০ মাস আগে
আইসিসি বিশ্বকাপ ২০২৩: পাকিস্তানকে উড়িয়ে ভারতের জয়ের ধারা অব্যাহত
ভারতের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে কখনোই জিতেনি পাকিস্তান। তবে বিশ্বকাপে আহমেদাবাদে আরও একটি ম্যাচ জিতে নিয়েছে ভারত।
এই ম্যাচে ভারত টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় এবং পাকিস্তানকে ৪২ দশমিক ৫ ওভারে ১৯১ রানে অলআউট করে আটকে দেয়। জবাবে ভারত মাত্র ৩০ দশমিক ৩ ওভারে ইংলিশদের লক্ষ্য তাড়া করে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে সাত উইকেটের চূড়ান্ত জয় পায়।
রোহিত শর্মা ৬৩ বলে ৬টি চার ও ৬টি ছক্কাসহ ৮৬ রান করেন। পাকিস্তানের পক্ষে শাহিন শাহ আফ্রিদি দুটি উইকেট নিলেও তার প্রচেষ্টা পাকিস্তানের বড় পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: নিউজিল্যান্ডকে ২৪৫ রানের টার্গেট দিলো বাংলাদেশ
এর আগে মোহাম্মদ সিরাজের বলে কয়েকটি বাউন্ডারি দিয়ে ইনিংস শুরু করেন আবদুল্লাহ শফিক ও ইমাম-উল-হক। তবে আবদুল্লাহ শফিককে ২০ রানে আউট করে সাফল্য এনে দেন সিরাজ।
তৃতীয় জুটিতে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম ৮২ রানের জুটি গড়েন। তারপরও বাবর আউট হওয়ার পর সিরাজের হাতে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে।
দুই উইকেটে ১৫৫ রানের আশাব্যঞ্জক অবস্থান থেকে পাকিস্তান তাদের ইনিংস শেষ করে ১৯১ রানে। ভারতের প্রথম পাঁচ বোলার প্রত্যেকে দুটি করে উইকেট নেন।
বিশ্বকাপের ইতিহাসে পাকিস্তান এখন পর্যন্ত ৮ ম্যাচে ভারতের মুখোমুখি হলেও একটিও জয় নিশ্চিত করতে পারেনি।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: ভারতের বিধ্বংসী বোলিংয়ে ১৯১ রানে পাকিস্তান অলআউট
বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: টাইগারদের ৮ উইকেটে হারাল নিউজিল্যান্ড
১ বছর আগে