অবশেষে অনুষ্ঠিত হয়ে গেল ফুটবলের বহুল প্রতীক্ষিত ব্যক্তিগত অর্জনের জমকালো অনুষ্ঠান ব্যালন দ’র। রিয়াল মাদ্রিদের ব্রাজিলীয় ফরোয়ার্ড ভিনিসিউসের হাতে এবারের ব্যালন দ’র উঠছে বলে জোর গুঞ্জন থাকলেও অবশেষে তা জিতেছেন রদ্রিগো এর্নান্দেসের (রদ্রি)।
সোমবার দিবাগত রাতে প্যারিসের থিয়েটার দু শাতলেতে জাঁকজমকপূর্ণ আয়োজনে ব্যালন দ’র অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুরস্কারটি আয়োজনের ৬৮ বারের মাথায় ২০২৪ সালে এসে প্রথমবার পুরষ ও নারী- দুই বিভাগের ব্যালন দ’রই পেয়েছেন দুই মিডফিল্ডার; তারা দুজনই আবার স্পেনের।
পুরুষ বিভাগের পুরস্কারটি উঠেছে ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির হাতে। আর নারী বিভাগে টানা দ্বিতীয়বার ব্যালন দ’র জয় করেছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বনমাতি।
চলুন দেখে নেই এবারের ব্যালন দ’র অনুষ্ঠানে কে কোন পুরস্কার জিতল-
ছেলেদের ব্যালন দ’র: রদ্রি (স্পেন, ম্যানচেস্টার সিটি)।
মেয়েদের ব্যালন দ’র: আইতানা বনমাতি (স্পেন, বার্সেলোনা)।
লেভ ইয়াশিন ট্রফি (বর্ষসেরা গোলরক্ষক): এমিলিয়ানো মার্তিনেস (আর্জেন্টিনা, অ্যাস্টন ভিলা)।
কোপা ট্রফি (বর্ষসেরা তরুণ খেলোয়াড়): লামিন ইয়ামাল (স্পেন, বার্সেলোনা)।
গের্ড মুলার ট্রফি (সর্বোচ্চ গোলদাতা): হ্যারি কেইন (ইংল্যান্ড, বায়ার্ন মিউনিখ) ও কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স, পিএসজি, রিয়াল মাদ্রিদ) (উভয়েরই গোলসংখ্যা ৫২)।
ছেলেদের ইয়োহান ক্রুইফ ট্রফি (বর্ষসেরা কোচ): কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ)।
মেয়েদের ইয়োহান ক্রুইফ ট্রফি (বর্ষসেরা কোচ): এমা হেইস (যুক্তরাষ্ট্র নারী ফুটবল দল, চেলসি)।
ছেলেদের বর্ষসেরা ক্লাব: রিয়াল মাদ্রিদ।
মেয়েদের বর্ষসেরা ক্লাব: বার্সেলোনা।
সক্রেটিস পুরস্কার (মাঠের বাইরে ইতিবাচক কর্মকাণ্ড): হেনি এরমোসো (স্পেন, তাইগ্রেস ইউএএনএল)।
আরও পড়ুন: রদ্রির হাতেই উঠল ব্যালন দ’র
ইয়াশিন ট্রফি জিতে এমি মার্তিনেসের রেকর্ড