ফিফা ফুটবল বিশ্বকাপে (Brazil vs Cameroon Live FIFA World Cup 2022) আজ রাতে মুখোমুখি হতে চলেছে ব্রাজিল বনাম ক্যামেরুন (Brazil vs Cameroon)।
কাতার বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড আগেই নিশ্চিত হওয়ায় নির্ভার পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। জি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে রাতে মাঠে নামছে ব্রাজিল। লুসাইল আইকনিক স্টেডিয়ামে স্থানীয় সময় রাত ১০টায় (বাংলাদেশ সময় রাত ১টা) অনুষ্ঠিত হবে ম্যাচটি। চোটজর্জর ব্রাজিলের এই ম্যাচে তিন তারকা খেলছেন না। নেইমার এই ম্যাচেও খেলতে পারবেন না।
ফিফা ফুটবল বিশ্বকাপ লাইভ: কিভাবে দেখবেন ব্রাজিল বনাম ক্যামেরুন ম্যাচ সরাসরি
বাংলাদেশ থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ দেখা যাবে টিভিতে, অনলাইনে, এবং ধারাভাষ্য শোনা যাবে রেডিওতে ও ইউটিউব চ্যানেলেও । চলুন জেনে নেওয়া যাক উল্লেখিত মাধ্যমগুলো থেকে কিভাবে খেলার খবর রাখবেন।
কোথায় দেখা যাবে কাতার বিশ্বকাপে ব্রাজিল বনাম ক্যামেরুন ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
কাতার বিশ্বকাপে ব্রাজিল বনাম ক্যামেরুন লাইভ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮ এবং স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলে। এ ছাড়া কাতার বিশ্বকাপের ম্যাচগুলোর লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে।
ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার: ব্রাজিল বনাম ক্যামেরুন ম্যাচ কোন চ্যানেলে দেখা যাবে?
কাতার বিশ্বকাপে ব্রাজিল বনাম ক্যামেরুন লাইভ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮ এবং স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলে। এ ছাড়া কাতার বিশ্বকাপের ম্যাচগুলোর লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে।
টফি অ্যাপে লাইভ ব্রাজিল বনাম ক্যামেরুন বিশ্বকাপ
ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার ২০২২ এর লাইসেন্সড মোবাইল ব্রডকাস্টার হিসেবে স্বত্ব পেয়েছে বাংলালিংকের টফি অ্যাপ। কে স্পোর্টস এর সঙ্গে সাব-লাইসেন্সিং এগ্রিমেন্ট এর মাধ্যমে এই সুবিধা নিজেদের করে নিয়েছে বাংলালিংক। সুতরাং টফি অ্যাপ এবং টফি ওয়েবসাইটে বিশ্বকাপ ফুটবল লাইভ দেখতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে টফিতে ফুটবল বিশ্বকাপ লাইভ বিনামূল্যে দেখতে পারবেন।
আরও পড়ুন: ব্রাজিল বনাম সুইজারল্যান্ড লাইভ স্ট্রিমিং: কোথায়, কিভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
বাংলাদেশ থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ ব্রাজিল বনাম ক্যামেরুন ম্যাচ দেখা যাবে টি স্পোর্টস চ্যানেল থেকে। গাজী টিভিও (জিটিভি) ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে। এছাড়া রাষ্ট্রয়াত্ত টেলিভিশন চ্যানেল, বিটিভি ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করছে।
এছাড়া বিভিন্ন ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলেও দেখা যাবে লাইভ ফিফা ওয়ার্ল্ড কাপ ব্রাজিল বনাম ক্যামেরুন ম্যাচ।
ব্রাজিল বনাম ক্যামেরুন ম্যাচ কোথায় খেলা হবে?
কাতার বিশ্বকাপ ২০২২, ব্রাজিল বনাম ক্যামেরুন দোহার লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় একে অপরের মুখোমুখি হবে ব্রাজিল-ক্যামেরুন। এই ম্যাচ জিতলেই টানা ৭ আসরে গ্রুপপর্বে কোনো ম্যাচ না হারার কীর্তি গড়বে ব্রাজিল।
ব্রাজিল বনাম ক্যামেরুন খেলা কখন?
ব্রাজিল বনাম ক্যামেরুন খেলা ৩ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১ টায়।
বিশ্বকাপের জন্য ব্রাজিল বনাম ক্যামেরুন সম্ভাব্য একাদশ–
ব্রাজিল: এডারসন, দানি আলভেস, মিলিতাও, ব্রেমার, তেলেস, ফ্যাবিনহো, ফ্রেড/গুইমারেস, রড্রিগো/রিবেইরো/ রিচার্লিসন, মার্টিনেলি, গ্যাব্রিয়েল জেসুস/পেদ্রো, অ্যান্টনি।
ক্যামেরুন: (৪-৪-২) ডেভিন এপাসির (গোলরক্ষক), ক্যাসটেলেট্টো, তোলো, এনকোলো, ফাই, অ্যাঙ্গুইসা, একামবি, হংলা, এমবেউমো, চৌপো-মোটিং, আবু বকর
ব্রাজিল বনাম ক্যামেরুন মুখোমুখি পরিসংখ্যান
ক্যামেরুনের বিপক্ষে এর আগে ৬টা ম্যাচ খেলেছে ব্রাজিল। এর মধ্যে পাঁচবারই জয় পেয়েছে সিলেকাওরা। একবার জয় পেয়েছে ক্যামেরুন। ২০০৩ সালে ফিফা কনফেডারেশন্স কাপে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছিলেন স্যামুয়েল ইতোরা। বিশ্বকাপে দুই দল দু'বার মুখোমুখি হয়েছে। ১৯৯৪ সালে ব্রাজিল জয় পেয়েছে ২-০ গোলে। ২০১৪ সালে সিলেকাওরা ৪-১ গোলে হারিয়েছে ক্যামেরুনকে।
ব্রাজিল বনাম ক্যামেরুন লাইভ স্ট্রিমিং
আরও পড়ুন: ফিফা বিশ্বকাপ ২০২২: সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে ব্রাজিলের জয়
ব্রাজিল বনাম সার্বিয়া লাইভ স্ট্রিমিং, কোথায়, কিভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২