বালিরটেক বাজার বনিক সমিতি ও ভারারিয়া ইউনিয়ন পরিষদ আয়োজনে প্রতিবছর ভাদ্র মাসে এই বাইচের আয়োজন করা হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রামবাংলার ঐতিহ্য নৌকা বাইচ দেখতে শুক্রবার দুপুর থেকেই কালিগঙ্গার পাড়ে আসতে শুরু করে নানা বয়সী মানুষ
বিকাল সাড়ে ৪টায় শুরু হয় আকর্ষণীয় নৌকা বাইচ প্রতিযোগিতার। এবারের বাইচে অংশ নেয় মানিকগঞ্জসহ সিরাজগঞ্জ, নারায়নগঞ্জ, টাঙ্গাইল, নরসিংদী ও পাবনাসহ পাঁচ জেলার ৩৬টি নৌকা। কোশা, খেল্লা, ঘাসি, চিপা, ময়ুরপঙ্খী নৌকাগুলো প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে প্রতিযোগিতায় অংশ নেয়।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে নদীর পাড়ে অন্তত ২০ হাজার মানুষ ভিড় করে। এ সময় বাইচের নৌকার পাশাপাশি বিভিন্ন ট্রলার, স্পিডবোটে চড়ে দর্শণার্থীরা আনন্দ করেন।
নৌকা বাইচে অংশ নেয়া প্রতিযোগীরা জানান, দেশের বিভিন্ন অঞ্চলে নৌকা বাইচে অংশ নেয়। সখের বশে মানুষকে আনন্দ দিতে তারা বাইচে অংশ নেয়।
আয়োজকরা জানান, গ্রামীন ঐতিহ্য টিকিয়ে রাখতে এবং মানুষকে আনন্দ দিতেই এই আয়োজন। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে গ্রামীণ ঐতিহ্যবাহী নৌকাবাইচ আরও আকর্ষণীয় হয়ে উঠবে।
বাইচ শেষে বিজয়ীদের মাঝে ফ্রিজ ও টেলিভিশন পুরস্কার বিতরণ করা হয়।