লাল-সবুজের হয়ে প্রথমার্ধে স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন এবং দ্বিতীয়ার্ধে বদলি স্ট্রাইকার হিসেবে নেমে মাহবুবুর রহমান সুফিল একটি করে গোল করেন।
আজকের ম্যাচের মধ্য দিয়ে নেপালের বিপক্ষে দীর্ঘ প্রতীক্ষার জয় পেল জামাল ভূঁইয়া বাহিনী। সেই সাথে গত ২৩ জানুয়ারি বুরুন্ডির বিপক্ষে বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে খেলার পর দারুণভাবে আন্তর্জাতিক ফুটবলে ফিরেছে বাংলাদেশ।
বাংলাদেশ টেলিভিশন ম্যাচটি সরাসরি সম্প্রচার এবং বাংলাদেশ বেতার ধারাভাষ্য প্রচার করেছে।
ম্যাচ শুরুর ১০ মিনিটের মাথায় সাদ উদ্দিনের ডান দিক থেকে দেয়া পাস স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন ডি বক্স থেকে জালে জড়ালে এগিয়ে যায় স্বাগতিক বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে বদলি স্ট্রাইকার হিসেবে নামা মাহবুবুর রহমান সুফিল ম্যাচের ৭৯ মিনিটে রহমত মিয়ার পাস থেকে একক প্রচেষ্টায় বাংলাদেশের পক্ষে দ্বিতীয় গোলটি করে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন।
দিনের এ কীর্তির সাথে সাথে বাংলাদেশ নেপালের বিপক্ষে পরপর দুটি পরাজয়ের প্রতিশোধই শুধু নেয়নি, সেই সাথে ৪ ডিসেম্বর দোহায় কাতারের বিপক্ষে হতে যাওয়া ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য নিজেদের মনোবল বাড়িয়ে তুলেছে।
গত ৫ নভেম্বর হিমালয়ের দেশ নেপাল থেকে আসা দলটি তাদের ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের দ্বিতীয় ও শেষ খেলায় আগামী ১৭ নভেম্বর একই ভেন্যুতে বাংলাদেশ দলের মুখোমুখি হবে।
বাংলাদেশ দল: গোলরক্ষক আনিসুর রহমান জিকু, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, রিয়াদুল হাসান, রহমত মিয়া, জামাল ভূঁইয়া (আতিকুর রহমান ফাহাদ), মোহাম্মদ ইব্রাহিম, সাদ উদ্দিন, নাবিব নেওয়াজ জীবন, মানিক হোসেন মোল্লা (সোহেল রানা) ও সুমন রেজা (মাহবুবুর রহমান সুফিল)।