ঢাকা, ০৮ জানুয়ারি (ইউএনবি)- বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের কাছে পাত্তাই পায়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
কুমিল্লাকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে মাশরাফির রংপুর রাইডার্স।
কুমিল্লার দেয়া ৬৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১২ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ৬৭ রান করে গত আসরের চ্যাম্পিয়নরা।
রংপুরের পক্ষে মেহেদী মারুফ ৩৬* এবং রাইলে রুশো ২০* রান করেন। ১ রান করে আবু হায়দার রনির বলে আউট হন ক্রিস গেইল।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মাশরাফির বোলিংতোপে ১৬ দশমিক ২ ওভারে মাত্র ৬৩ রানে গুটিয়ে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লার পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন শহীদ আফ্রিদি। কুমিল্লার আর কোনো ব্যাটসম্যান দুই অংকের ঘর ছুতে পারেনি।
মাশরাফি ৪ ওভারে ১১ রানের বিনিময়ে ৪টি উইকেট শিকার করে ম্যাচসেরার পুরস্কার পান। এছাড়া নাজমুল ইসলাম ৩ দশমিক ২ ওভারে ২০ রানে ৩টি, শফিউল ইসলাম ২ ওভারে ৮ রানে ২টি এবং ফরহাদ রেজা ২ ওভারে ১১ রানে ১টি উইকেট লাভ করেন।