সৌদি আরবে ক্রিশ্চিয়ানো রোনালদোর ট্রফি জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। সৌদি সুপার কাপে রোনালদো দল আল-নাসরকে একপ্রকার গুঁড়িয়ে দিয়ে টানা দ্বিতীয় শিরোপা জিতেছে বর্তমান লিগ চ্যাম্পিয়ন আল-হিলাল।
শনিবার (১৭ আগস্ট) আবহা শহরের প্রিন্স সুলতান বিন আবদুলআজিজ স্টেডিয়ামে সুপার কাপের ফাইনাল ম্যাচটি ৪-১ ব্যবধানে জিতেছে আল হিলাল।
এই জয়ে রেকর্ড পঞ্চমবারের মতো সুপার কাপ ঘরে তুলেছে ক্লাবটি। বাকি দলগুলোর মধ্যে সর্বোচ্চ সুপার কাপ নেওয়ার রেকর্ড দুবার।
ম্যাচে চরম বিপর্যস্ত হলেও শুরুটা কিন্তু ভালো করেছিল আল নাসর। রোনালদোর গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। তবে দ্বিতীয়ার্ধে আল নাসরের সবকিছু এলোমেলো করে দিয়েছে আল হিলাল।
ম্যাচের ৫৫তম মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান লাৎসিও থেকে আল হিলালে যোগ দেওয়া মিডফিল্ডার সের্গেই মিলিঙ্কোভিচ-সাভিচ। এরপর ৬৩ ও ৬৯তম মিনিটে জোড়া গোল করে বড় ব্যবধান গড়ে দেন ফুলহ্যাম থেকে গত মৌসুমে সৌদিতে পাড়ি জমানো আরেক সার্বিয়ান আলেকসান্দার মিত্রোভিচ। ৭২তম মিনিটে কফিনের শিষ পেরেকটি ঠুকে দেন বার্সেলোনার সাবেক ব্রাজিলিয়ান উইঙ্গার মালকম।
আরও পড়ুন: ঘুরে দাঁড়িয়ে জিতে বার্সার ‘ফ্লিক অধ্যায়’ শুরু
দশ মিনিটের ঝড়ে এলোমেলো আল নাসর এরপর ম্যাচ থেকে একপ্রকার ছিটকে যায়। দলটির ফুটবলারদেরও ম্যাচে ফিরতে মরিয়া ভাবটি ফিকে হয়ে যায়। শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে ম্যাচটি হেরে হতাশ হয়ে মাঠ ছাড়তে হয় রোনালদো অ্যান্ড কোংকে।
গত মৌসুমে এই আল হিলালের কাছেই সৌদি প্রো লিগের শিরোপা হাতছাড়া হয়েছে রোনালদোর আল নাসরের। এরপর এ বছরের মে মাসে সৌদি কিংস কাপ ফাইনালেও তাদের বিপক্ষে হেরে শিরোপাবঞ্চিত হতে হয়। তারপর সুপার কাপের ফাইনালে সেই একই প্রতিপক্ষ পেয়েও প্রতিশোধ নিতে তো পারল না-ই, বরং নাকানি-চুবানি খেয়ে এই শিরোপাটিও হাতছাড়া হলো তাদের।