গত এক দশকে প্রথম এশিয়ান দল হিসেবে নিউজিল্যান্ডকে তাদের ঘরের মাঠে হারানোর পর বাংলাদেশের ম্যাচজয়ী পেসার এবাদত হোসেন বলেছেন, সিরিজের শুরু থেকে তাদের লক্ষ্য ছিল নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারানো।
ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে এবাদত বলেন, ‘নিউজিল্যান্ডে আসার পর আমরা লক্ষ ঠিক করেছিলাম যে, তাদের মাটিতে আমরা হারাতে চাই। নিউজিল্যান্ডে অনেক ম্যাচ খেলেছি, কিন্তু একটাও জিততে পারিনি। আশা করি ভবিষ্যত প্রজন্ম এই জয়ে অনুপ্রাণিত হবে।’
নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে এবাদত ক্যারিয়ার সেরা ৪৬ রানে ছয় উইকেট নিয়েছেন।
ইতিহাস গড়ে স্বাগতিক নিউজিল্যান্ডকে আট উইকেটে হারিয়েছে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এটাই মুমিনুল হকদের প্রথম জয়।
আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়
এবাদতের পাশাপাশি বাংলাদেশের ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন শরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়ের মতো তরুণ খেলোয়াড়রাও। এই ম্যাচের আগে নিউজিল্যান্ডে সব ফরম্যাটে মোট ৩২টি ম্যাচ খেলেছে বাংলাদেশ।
ঐতিহাসিক এ জয়ের বিষয়ে মুমিনুল হক বলেছেন, ‘এটা একটা দলীয় সাফল্য। সবাই জিততে মুখিয়ে ছিল। তিন বিভাগেই সবাই এগিয়ে এসেছে। বোলারদের কারণে আমরা জিতেছি। তারা প্রথম ও দ্বিতীয় উভয় ইনিংসে দুর্দান্ত ছিল। তারা ঠিক জায়গায় বল করেছে। এবাদাত অবিশ্বাস্য বোলিং করেছে।’
দুই ম্যাচ এ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: এবাদত তোপে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ