ওয়েস্ট ইন্ডিজ শুক্রবার তাদের প্রথম ইনিংসে ৪০৯ রানে অলআউট হয়। এরপর নিজেদের প্রথম ইনিংসে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ৭১ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা।
শুরুতেই বাংলাদেশ শিবিরে বড় ধাক্কা দেন পেসার শ্যানন গ্যাব্রিয়েল। তার জোড়া শিকার সৌম্য ও শান্ত। ওপেনিংয়ে সুযোগ পেয়ে ব্যর্থ হলেন সৌম্য সরকার। রানের খাতাই খুলতে পারেননি তিনি। ওয়ানডাউনে নামা নাজমুল হোসেন শান্তও মাত্র চার রান করে বিদায় নেন।
আমাদের বড় কিছু পার্টনারশিপ দরকার: তামিম ইকবাল
এরপর ওপেনার তামিম ইকবাল ও অধিনায়ক মুমিনুল হক বাংলাদেশকে টেনে তুলার চেষ্টা করেন। কিন্তু রাহকিম কর্নওয়াল অধিনায়ক মুমিনুলকে ফিরিয়ে দিয়ে ভাঙেন ৫৮ রানের জুটি। আউটের আগে ৩৯ বলে ২১ রান করেন মুমিনুল।
মুমিনুল আউটের ৫ বল পরই বিদায় নেন তামিমও। আউট হওয়া আগে ৬টি চার ও একটি ছক্কায় ৫২ বলে খেলেন ৪৪ রানের ইনিংস।
এরপর দিনের বাকি অংশ ভালোভাবেই কাটিয়ে দেন মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিথুন। দিন শেষে বাংলাদেশ সংগ্রহ করে ৪ উইকেট হারিয়ে ১০৫ রান।
ঢাকা টেস্ট: প্রথম ইনিংসে ৪০৯ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ
তৃতীয় দিনে মুশফিক-মিঠুনের জুটি ভাঙার পর টাইগারদের সামনে ছিল ফলোঅনের হাতছানি। তবে লিটন ও মিরাজের দৃঢ়তায় সে শঙ্কা কাটিয়েছে বাংলাদেশ।
তবে এখনো সফররত ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ১৬৭ রানে পিছিয়ে বাংলাদেশ।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ২৪০ রান। ব্যাটিংয়ে আছেন লিটন (৫৪) এবং মিরাজ (৩৯)।
ঢাকা টেস্ট: জশুয়ার হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের হতাশা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে সিরিজ হার ঠেকাতে ঢাকায় জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের। এর আগে চট্টগ্রাম টেস্টে পুরো চারদিন রাজত্ব করা টাইগারদের শেষ পর্যন্ত ৩ উইকেটের ব্যবধানে পরাজয় বরণ করে নিতে হয়।
এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সফরকারীদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।