ওয়েস্ট ইন্ডিজ শুক্রবার তাদের প্রথম ইনিংসে ৪০৯ রানে অলআউট হয়। এরপর নিজেদের প্রথম ইনিংসে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
দ্বিতীয় দিন ম্যাচ শেষে সংবাদ মাধ্যমকে তামিম বলেন, ‘উইকেট খুব ভাল ছিল। এমনকি যখন আমরা আমাদের প্রথম ইনিংসে উইকেট নিয়েছি, তখনও ব্যাট করার জন্য উইকেটটি খুব ভাল ছিল। আমার মনে হয় আমরা নিজেদের ভুলের কারণে চারটি উইকেট হারিয়েছি, ভালো বোলিংয়ের জন্য নয়। আমরা যদি মাত্র দুটি উইকেটও হারাতাম, তবু এই খেলায় আরও ভালো অবস্থানে থাকতে পারতাম। কিন্তু চার উইকেট হারানোয় তারা (ওয়েস্ট ইন্ডিজ) এখন আরও ভালো অবস্থানে রয়েছে। শনিবার যদি আমাদের কিছু বড় পার্টনারশিপ থাকে তাহলে আমরা খেলায় ফিরে আসতে সক্ষম হব।’
ঢাকা টেস্ট: দ্বিতীয় দিন শেষে ৩০৪ রানে পিছিয়ে বাংলাদেশ
‘উইকেট উদ্বিগ্ন হওয়ার মতো কিছুই দেখায়নি। আমি মনে করি বড় স্কোর করার জন্য এই উইকেট এখনো সহায়ক। সবকিছু নির্ভর করছে ভালো কিছু পার্টনারশিপের ওপর,’ বলেন তিনি।
মুশফিক এবং মিঠুনের পর ব্যাট করতে আসবেন লিটন দাস ও মেহেদী হাসান মীরাজ। তামিম বলেন, ওয়েস্ট ইন্ডিজের বোলিং আক্রমণের বিরুদ্ধে তাদের ভালো করার সক্ষমতা রয়েছে।
ম্যাচের দ্বিতীয় দিনে নিজের ব্যাটিং নিয়ে তামিম বলেন, ‘আমি আজ (শুক্রবার) কিছুটা আগ্রাসী ছিলাম। তবে যে শটটি খেলে আমি আউট হয়েছি সেটি বাদ দিয়ে আমি আর কোনো আক্রমণাত্মক শট খেলিনি। আমি ভেবেছিলাম আমার ডিফেন্সিভ মানসিকতা নিয়ে মাঠা নামা উচিত নয় এবং এ কারণেই আমি কিছুটা আক্রমণাত্মক ছিলাম।’
ঢাকা টেস্ট: প্রথম ইনিংসে ৪০৯ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ
দিনের শুরুতে, ওয়েস্ট ইন্ডিজকে ৩০০ রানের মধ্যে অলআউট করার পরিকল্পনা থাকলেও, প্রথম ইনিংসে সফররতদের ৪০৯ রানের বড় সংগ্রহে তা করতে ব্যর্থ হয়েছে টাইগাররা।
তামিম বলেন, ‘আমরা দ্রুত কিছু উইকেট তুলে নিয়ে তাদের ৩০০ রানের মধ্যেই আটকে ফেলতে চেয়েছিলাম। কিন্তু উইকেট ভালো ছিল এবং তারা খুব ভালো ব্যাটিং করেছে।’
এর আগে বৃহস্পতিবার ৫ উইকেটে ২২৩ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করে সফরকারীরা। শুক্রবার দ্বিতীয় দিনের প্রথম সেশনে মাত্র এক উইকেট হারিয়ে আরও ১০২ রান যোগ করে ওয়েস্ট ইন্ডিজ। ২৬৬ রানে ৬ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ তাদের শেষ চার উইকেট হারায় মাত্র ২৫ রানের ব্যবধানে। দ্বিতীয় সেশনেই সফরকারীদের উইকেটে ধস নামে।
ঢাকা টেস্ট: জশুয়ার হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের হতাশা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে সিরিজ হার ঠেকাতে ঢাকায় জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের। এর আগে চট্টগ্রাম টেস্টে পুরো চারদিন রাজত্ব করা টাইগারদের শেষ পর্যন্ত ৩ উইকেটের ব্যবধানে পরাজয় বরণ করে নিতে হয়।