মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শহীদ চাঁন্দু স্টেডিয়ামে পৌঁছেন মুশফিকুর রহিম। পৌনে ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা সোয়া এক ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেন তিনি।
বিসিবি সূত্র জানায়, আসন্ন শ্রীলংকা সফর সমানে রেখে তিনি বগুড়ায় চারদিন ব্যক্তিগত অনুশীলন করবেন।
বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য এই ব্যাটসম্যানের সামনে বল হাতে মাঠে নেমেছিলেন একঝাঁক তরুণ বোলার। তালিকায় ছিলেন হাইপারফরমেন্স স্কোয়াডের (এইচপি) বাঁহাতি পেসার সফিকুল ইসলাম, বিকেএসপির মিডিয়াম পেসার তানভীর আলম, বগুড়া জেলা দলের পেসার আবির, ডানহাতি লেগ স্পিনার আহাদ আলী, বাঁহাতি স্পিনার আরাফাত এবং লেগ স্পিনার নওশাদ।
শহীদ চাঁন্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল জানান, আসন্ন শ্রীলংকা সফর সামনে রেখে নিয়মিত অনুশীলন করছেন যুব বিশ্বকাপ বিজয়ী দলের দুই সদস্য বর্তমানে হাই পারফরমেন্স স্কোয়াডের সদস্য তওহিদ হৃদয় ও তানজিদ হাসান তামিম। একই সাথে নিজেদেরও ঝালিয়ে নিতে প্রতিদিন স্টেডিয়ামে যাচ্ছেন জাতীয় প্রমিলা ক্রিকেট দলের সদস্য খাদিজাতুল কোবরা, রিতু মণি ও শারমিন। জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলনের জন্য শহীদ চাঁন্দু স্টেডিয়াম এবং ইনডোর সবসময় প্রস্তুত রয়েছে বলেও জানালেন ভেন্যু ম্যানেজার।
এদিকে, প্রিয় তারকার ব্যাটিং অনুশীলন দেখতে স্টেডিয়ামে ছুটে এসেছেন একঝাঁক উদীয়মান ক্ষুদে ক্রিকেটার। প্রায় অর্ধশতাধিক ক্ষুদে ক্রিকেটার গ্যালারিতে বসে মুশফিকুর রহিমের অনুশীলন উপভোগ করেন।
উল্লেখ্য, বগুড়া শহরের মাটিডালী পৈত্রিক নিবাসে এখন মুশফিক অবস্থান করছেন।