দেশটিতে পৌঁছে টাইগার দলের ক্রিকেটারদের যাতে দীর্ঘ ১৪ দিনের কোয়ারেন্টাইনে পরিবর্তে সাত দিনের কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা যায় কিনা সে বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সিরিজটি অক্টোবর মাসের ২৪ তারিখে শুরু হলেও টাইগার ক্রিকেটাররা চলতি মাসেই শ্রীলঙ্কা উড়াল দেবে। শ্রীলঙ্কার কলেম্বোতে তারা দীর্ঘ অনুশীলন ক্যাম্পে অংশ নিবেন। এর আগে ঢাকায় বাংলাদেশ দলের ক্রিকেটারদের জন্য সংক্ষিপ্ত ও আবাসিক ক্যাম্পে আয়োজন করা হবে বলে শনিবার গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী।
বিশ্ব জুড়ে করোনা মহামারি আঘাত হানার পরে এটাই বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ হতে যাচ্ছে। সেই সাথে গত ছয় বরের মধ্যে প্রথম তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।
তিনি বলেন, শ্রীলঙ্কা বোর্ডের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। তারা তাদের স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করছে যাতে শ্রীলঙ্কা সফরে যাওয়া বাংলাদেশ দলের কোয়ারেন্টাইনে থাকার সময়টা কমিয়ে আনা যায়। বৈশ্বিক মহামারির কারণে প্রত্যেকটি দেশেই পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। শ্রীলঙ্কাতেও বিভিন্ন নিয়ম জারি হয়েছে। বিষয়টিকে কতটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায়, তা নিয়ে কাজ করছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড।
বিসিবি প্রধান নির্বাহী বলেন, ‘আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। আমাদের ট্রাভেল বুকিং, অনুশীলন পরিকল্পনা, ঢাকায় আমরা কবে থেকে অনুশীলন শুরু করবো, এগুলো পরিকল্পনা করে রেখেছি। সেভাবেই আমাদের কার্যক্রম চলছে। এবং আমি মনে করি এটি আমাদের মূল সিরিজে কোনও প্রেভাব ফেলবে না কারণ আমরা এক মাস আগেই শ্রীলঙ্কা যাচ্ছি।’