দলের বিভিন্ন খবর জানাতে ম্যাচের আগে-পরে ও নানা সময়ে সংবাদ সম্মেলনে বসতে হয় ক্লাবের ম্যানেজারকে। কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়া একদমই পছন্দ নয় পিএসজি কোচ লুইস এনরিকের। এ নিয়ে তিনি এতটাই অস্বস্তিতে ভোগেন যে, ক্লাব যদি তার বেতনের ৫০ শতাংশ কেটে রেখে সংবাদ সম্মেলন থেকে রেহাই দেয়, তা তিনি সানন্দে গ্রহণ করবেন।
শুনতে অবিশ্বাস্য মনে হলেও নিজের মুখেই এ কথা জানিয়েছেন ৫৪ বছর বয়সী এই স্প্যানিশ কোচ।
শুক্রবার রাতে লিগ-১ এর ম্যাচে রেনের বিপক্ষে মাঠে নামছে পিএসজি। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলন করেন এনরিকে। এ সময় সাংবাদিকদের উদ্দেশে এ কথা বলেন তিনি।
পিএসজি কোচ বলেন, ‘আপনাদের (সাংবাদিক) সঙ্গে আমি অনেক মজা করে থাকি। কিন্তু এটি (সংবাদ সম্মেলন থেকে রেহাই) সত্যি।’
আরও পড়ুন: পিএসজিকে ৯০ মিনিট ঠেকিয়ে রেখেও ব্যর্থ জিরোনা
অস্বস্তিবোধ করলেও কখনোই সংক্ষিপ্ত পরিসরে সংবাদ সম্মেলন করার চেষ্টা করেন না জানিয়ে এনরিকে বলেন, ‘আমি কথা বলতে পছন্দ করি। কিন্তু আমার কাছে যদি এমন অপশন থাকত যে সংবাদ সম্মেলনে আর কথা বলতে হবে না, আমি অবশ্যই সেটি গ্রহণ করতাম। এমনকি যদি বেতনের ২৫ বা ৫০ শতাংশ কেটে নেওয়ার বিনিময়ে (চুক্তিপত্রে) এই সুযোগ রাখা হতো, আমি সই করতে একটুও দ্বিধা করতাম না।’
তবে বাস্তবে এমনটি সম্ভব নয় জানিয়ে এই কোচ বলেন, ‘ক্লাবগুলো আসলে চায় যে কোচরা (সাংবাদিকদের সঙ্গে) কথা বলুক। তবে সুযোগ থাকলে আমি অবশ্যই এটি করতাম। বিশেষ করে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বসতে একদমই ভালো লাগে না। কারণ ম্যাচ শেষ করার পর আর শক্তি অবশিষ্ট থাকে না। এ সময় কিছু বিষয় নিয়ে কথা বলাটা সত্যিই ক্লান্তিকর।’
চলতি মৌসুমে লিগ-১ এ এখন পর্যন্ত পিএসজি ভালো অবস্থানে থাকলেও তাদের তুমূল প্রতিদ্বন্দ্বিতা দিয়ে চলেছে অলিম্পিক মার্শেই ও এএস মোনাকো।
লিগে পাঁচ ম্যাচ খেলে চারটি জয় ও একটি ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে এনরিকের শিষ্যরা। সমান পয়েন্ট নিয়েও শুধু গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে মার্শেই ও মোনাকো।
আরও পড়ুন: এমবাপ্পের বিরুদ্ধে আইনি পথে হাঁটতে প্রস্তুত পিএসজি