সরকারের অনুমোদন সাপেক্ষে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।
রবিবার এক ভিডিও কনফারেন্সে আইপিএলের পরিচালনা পর্ষদ প্রস্তাবিত এ তারিখ এবং ভেন্যুর বিষয়টি নিশ্চিত করে।
এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ বলেন, ‘ভারতে বিদ্যমান কোভিড-১৯ পরিস্থিতি পর্যালোচনা করে আইপিএলের পরিচালনা পর্ষদ সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এবং ভারত সরকারের প্রয়োজনীয় ছাড়পত্রের অধীনে ম্যাচগুলো দুবাই, শারজাহ ও আবুধাবিতে অনুষ্ঠিত হবে।’
করোনাভাইরাস মহামারিজনিত কারণে স্থগিত হওয়ার আগে গত ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল লাভজনক এ বার্ষিক টি-টোয়েন্টি টুর্নামেন্টটি।
এদিকে, এবারের আইপিএলে ১০টি ডাবলহেডার হবে অর্থাৎ এক দিনে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ দিন। আর গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ফাঁকা গ্যালারিতে।
আইপিএলের চলতি আসরের ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে আগামী ১০ নভেম্বর।