ঢাকা, ১৮ জুলাই (ইউএনবি)-সাইফ স্পোর্টিংকে ২-০ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের শিরোপা জিতেছে বসুন্ধরা কিংস।
সোমবার মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি হয়।
সোমবারের ম্যাচের পূর্বে কিংস ১৯ ম্যাচে ৪৯ পয়েন্ট অর্জন করে। টানা তৃতীয়বারের মতো শিরোপা জিততে বাকি তিন ম্যাচ থেকে তাদের প্রয়োজন ছিল মাত্র একটি জয়।
আরও পড়ুন: ফিফা নারী ফুটবল: মালয়েশিয়াকে ৬-০ গোলে বিধ্বস্ত করল বাংলাদেশ
আকাশী নীল ব্রিগেড টানা তিনবারসহ রেকর্ড ছয়বার বিপিএল শিরোপা জিতেছে।
চূড়ান্ত বাঁশি বাজানোর পরপরই কিংসের খেলোয়াড় ও কর্মকর্তারা চ্যাম্পিয়নদের জার্সি পরে মাঠে উদযাপন শুরু করেন।
ম্যাচের ২৯তম মিনিটে মিডফিল্ডার মতিন মিয়া কিংসকে ১-০ গোলে এগিয়ে নিয়ে যান।
৩৭তম মিনিটে ডিফেন্ডার ইয়াসিন আরাফাত লাল কার্ড পেলে ১০ জন খেলোয়াড় নিয়ে বাকি সময় খেলতে হয় কিংসকে।
মতিন মিয়ার পরিবর্তে খেলতে নামা বিপ্লব আহমেদ ম্যাচের ৮১তম মিনিটে কিংসের হয়ে দ্বিতীয় গোলটি করেন এবং এতে ২-০ গোলে এগিয়ে যায় দলটি।
আরও পড়ুন: বাংলাদেশে ফিফা বিশ্বকাপ ট্রফিকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী
সাইফের বিপক্ষে এটি কিংসের টানা দ্বিতীয় জয়। প্রথম পর্বে সাইফকে ৪-৩ গোলে হারায় তারা।
২০ ম্যাচে ১৬ জয়, তিন ড্র ও একটি হার নিয়ে ৫১ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়নের মুকুট লাভ করে কিংস।
স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে কিংসের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে রয়েছে।
২৪ জুলাই ঢাকা আবাহনী ও ৩০ জুলাই শেখ জামাল ডিসির বিপক্ষে বাকি দুটি লিগ ম্যাচ খেলবে কিংস। তবে এই দুই ম্যাচের ফলাফল পয়েন্ট টেবিলে তাদের অবস্থানকে প্রভাবিত করবে না।